শিরোনাম ---সাঁঝকথাশিরোনাম---শম্পা চট্টোপাধ্যায়০৫/১১/২০২০
সায়হ্নের লোভাতুর দৃশ্যটাএক আকাশ অন্ধকার মাখার অপেক্ষায়।সন্ধ্যা নামার মুখে বিষন্ন বিকেল ছুঁয়ে আছে দীগন্ত।অচেনা এই সন্ধ্যায় বহুদিন পর বহু …
শিরোনাম ---সাঁঝকথা
শিরোনাম---শম্পা চট্টোপাধ্যায়
০৫/১১/২০২০
সায়হ্নের লোভাতুর দৃশ্যটা
এক আকাশ অন্ধকার মাখার অপেক্ষায়।
সন্ধ্যা নামার মুখে বিষন্ন বিকেল
ছুঁয়ে আছে দীগন্ত।
অচেনা এই সন্ধ্যায় বহুদিন পর
বহু পরিচিত অধ্যায়ে,
শব্দেরা আড়মোড়া দেয় কল্পনার ক্যানভাসে।
কলম সোহাগি রক্তিমতাকে বেঁধে সাজায়
অস্তরাগের আলো।
আমার সংকীর্ণ পরিসরের বারান্দায় সায়হ্নে
আজ একাকিত্ব বড়।
তাই -- বুক ভরে মাখি সায়হ্নের স্নিগ্ধ আলো।
এখানে রোদ্দুর মাখানো আদর নেই,
আছে তুমিহীন চাঁদ।
শরীর জুড়ে অসহ্য উত্তাপ লেগে আছে
ধূসর মেঘের অভিমানে।
অবিশ্বাস্য ছায়া,বিবাগি হাওয়া
পথের নিচে কংক্রিটের বিসন্ন বিস্বাদময়তা !
ধূসর জটিলতা ল্যাম্পপোস্টের আলোয়
ঝিমধরা অসুস্থতা।
প্রত্নতাত্ত্বিকের মতো খুঁজে চলে
নিরাতঙ্ক ব্যথাতুর স্মৃতি।
একটি পথ সারাক্ষণ জিজ্ঞাসা জমায় আঁকেবাঁকে।
ঐ দিঘির উপর ভঙ্গুর সাঁকোয়,
গা ঘেঁষে থমকে আছে মুহূর্ত সবই।
পৌষালি ইচ্ছেগুলি সুখ খুঁজে নিতে দাঁড়ায়
এক চিলতে দোলাচলের বারান্দায়।