Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

বাইরে এসো না ---------------//শক্তিপদ চক্রবর্তী 
যাও বাড়ি যাও, বাইরে এসো নাথিতু হয়ে দাঁড়াও উঠোনে।অনেক খেলেছ তুমি মাঠে ময়দানেমোড়ে মারমুখী কোলাহল নেই,সবাই কেমন চুপ করোনা শাসনে।শুনসান রাজপথে সবাই ঘুমিয়ে আছেশুধু ভয়,ভয় শুধু জেগ…

 


বাইরে এসো না 

---------------//শক্তিপদ চক্রবর্তী 


যাও বাড়ি যাও, বাইরে এসো না

থিতু হয়ে দাঁড়াও উঠোনে।

অনেক খেলেছ তুমি মাঠে ময়দানে

মোড়ে মারমুখী কোলাহল নেই,

সবাই কেমন চুপ করোনা শাসনে।

শুনসান রাজপথে সবাই ঘুমিয়ে আছে

শুধু ভয়,ভয় শুধু জেগে থাকে ঘরে।

লণ্ডভণ্ড সব, চেনা মুখ চেনা গাছ --

অতিমারী আমফান ঝড়ে।


কোথায় যাবে এবার --

যাবার সে পথ গেছে থেমে।

জনপদ রাজপথ হুল্লোড়ে মাতা মাঠ

পথ ঘাট মৃত শব।

সব এখন ইমারতি বাক্সেতে বন্দি

জ্যামিতির চাপ আঁকা বৃত্তের চারপাশ।

কোথায় যাবে,যাবে কোথায়?

বাইরে যেও না,থিতু হয়ে দাঁড়াও উঠোনে।


আর কি চাই তোমার ?

ফিরিয়ে দিয়েছি রূপ চাকতি রূপোলী চাঁদ

দিয়েছি মেঘ সরানো এ ভিজে আকাশ

তোমার স্বপ্ন দেখার মন।

আর কি চাই তোমার ,

চুপচাপ উঠোনে দাঁড়াও

শুধু মিছে বাইরে এসো না।


 © শক্তিপদ চক্রবর্তী।