Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

' মধ্যবিত্ত '
কলমে : সুজয় যশ ।০৯|১১|২০----------------------------
হাতের রেখা চুরি যাওয়া, এক মধ্যবিত্ত আমার ভেতরে ।মায়ের আঁচলের গন্ধে মাখা, এক মধ্যবিত্ত শৈশব আমার ভেতরে ।
শাসনের বেড়াজালে বেঁ চে থাকা,ভিতু মধ্যবিত্ত আমরা সবাই…

 


' মধ্যবিত্ত '


কলমে : সুজয় যশ ।

০৯|১১|২০

----------------------------


হাতের রেখা চুরি যাওয়া, 

এক মধ্যবিত্ত আমার ভেতরে ।

মায়ের আঁচলের গন্ধে মাখা, 

এক মধ্যবিত্ত শৈশব আমার ভেতরে ।


শাসনের বেড়াজালে বেঁ চে থাকা,

ভিতু মধ্যবিত্ত আমরা সবাই ।

 অলীক স্বপ্নের ঘুমে মাখা, 

প্রেমের কবি আমরা সবাই ।


পুকুর জলে সাঁতার কাটা,

চেনা মধ্যবিত্ত আমার শরীরে ।

দুপুর রোদে গাছে ওঠা,

দামাল মধ্যবিত্ত আমার শরীরে ।


নরম ঘাসে শিশির ভেজা, 

মেঠো মধ্যবিত্ত আজও আমরা ।

রাতের আকাশে তারা দেখা,

ভাবনাময় মধ্যবিত্ত, তোমরা আমরা ।


না পাওয়ার অভ্যাসে বাঁচা, 

এক অনুভবী মধ্যবিত্ত আমি।

কিছু না চাওয়ার মধ্যে বাঁচা, 

এক শব্দহীন মধ্যবিত্ত আমি।


মানতে না চাওয়া সমাজবৃত্তে,

সংসারী মধ্যবিত্ত নারী তুমি ।

প্রেমহীন নগ্ন জীবন স্বত্তে, 

স্ত্রী রূপী মধ্যবিত্ত শরীর তুমি ।


বার্ধক্যের অনাদরে, দীর্ঘনিঃশ্বাসে বাঁচা, 

পঙ্গু মধ্যবিত্ত শরীরে শরীরে ।

আর কটা দিন দিক না খোঁচা, 

ওঁরাও যে মধ্যবিত্ত অন্য শরীরে ।


এক মধ্যবিত্ত বাঁচে ,

আর এক মধ্যবিত্তের আঁচলে ।

এক ইচ্ছা বাঁচে ,

আর এক ইচ্ছার আঁচলে ।


------------------ ×× --------------------