Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

দৈনিক প্রতিযোগিতাকবিতা-- আধুনিকতার ছোঁয়াকলমে ---তাপস সরদারতারিখ--২৪/১১/২০
শিশু মন ফুটন্ত কুঁড়িভুলিয়ে দেয় সমস্ত---ঋতু চক্রের নিয়মকেও ।
আধুনিকতার ছোঁয়ায়---হারিয়ে "শৈশব" ।হারিয়ে খোলা আকাশ,সবুজ বনানী, খেলার মাঠ ।
নবা…



 দৈনিক প্রতিযোগিতা

কবিতা-- আধুনিকতার ছোঁয়া

কলমে ---তাপস সরদার

তারিখ--২৪/১১/২০


শিশু মন ফুটন্ত কুঁড়ি

ভুলিয়ে দেয় সমস্ত---

ঋতু চক্রের নিয়মকেও ।


আধুনিকতার ছোঁয়ায়---

হারিয়ে "শৈশব" ।

হারিয়ে খোলা আকাশ,

সবুজ বনানী, খেলার মাঠ ।


নবাগত পথিক

শূন্য পথে এগিয়ে

মুগ্ধতার চারদেয়ালে 

নিজেকে করেছে আবদ্ধ ।


ঘুড়ির পিছন পিছন ধাওয়া,

চোর-পুলিশ , মার্বেল কোথায়?

দৌড় আর দৌড়--

মিষ্টি ফলের সুগন্ধের নেশায় ।


শৈশব আজ ব্যস্ত...

অজানা--অচেনা রূপকথায় 

খুঁজে চলেছে নিজ ভবিষ্যৎ ।


একাকীত্ব মন....

অহংকার, স্বার্থপরতা--

হিংসা, দ্বেষ এর অঙ্ক কষছে ।


ইন্টারনেট দক্ষ যোগ্

মনুষ্য আজ---

ভাবার আগে সব সামনে,

উত্তর, প্রশ্ন , এমনকি--

গৃহশিক্ষক কি চাই সব!! সব!!

হাতের মুঠোয় ।।


প্লেটের ভরা অক্ষর

বিলুপ্ত আত্ম চেতনা ,

অভিলাষ কেবল যন্ত্রপাতি ।


শিশুত্ব ধীরে ধীরে হারিয়ে 

আধুনিকতার ছোঁয়ায়---

বিনামূল্যে চন্দ্র ভ্রমণ,

অভিভাবক থেকে গুণীজন

বুড়ো আঙুল ধরে দাঁড়িয়ে ।