Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#বিভাগ_গদ্যকবিতা#শিরোনাম_বিশ্বাসের_ধর্ষণে #কলমে_বীরেন_আচার্য্য #২৪শে_নভেম্বর_২০২০
বিশ্বাসের ধর্ষণে ------------------ভাবনাগুলো নিজের অজান্তেই রক্তিম হয় , মনের বাগানে ওড়ে প্রজাপতি রঙিন হওয়া ফুলে ;পাপড়ি ঝরে একে একে বিশ্বাসের আঙিনায় …

 


#বিভাগ_গদ্যকবিতা

#শিরোনাম_বিশ্বাসের_ধর্ষণে 

#কলমে_বীরেন_আচার্য্য 

#২৪শে_নভেম্বর_২০২০


বিশ্বাসের ধর্ষণে 

------------------

ভাবনাগুলো নিজের অজান্তেই রক্তিম হয় , 

মনের বাগানে ওড়ে প্রজাপতি রঙিন হওয়া ফুলে ;

পাপড়ি ঝরে একে একে বিশ্বাসের আঙিনায় - 

ভোরের সূর্য ওঠে লাল হয়ে পুব দিগন্তে 

শুধু এক চিলতে সিঁদুরে লাল হয় না সিঁথি ,

অনূঢ়াই থেকে যায় চির অভাবী মনটা ।

একদিন খোঁপায় রক্তকরবী জড়িয়ে বলেছিলি -

" নন্দিনী ! আমি তোর চিরকালের বিশ্বাস " ; 

আমার সেই বিশ্বাস - আমার সেই রঞ্জন ! 

আজ তুই কোথায় ? রক্তকরবী তো আজও ফোটে -,

বড় আশা ছিল সৃষ্টিকর্তা যা পারে নি 

তুই পারবি সেই অসমাপ্ত কাজ সমাপ্ত করতে ; 

এক চিলতে সিঁদুরে রাঙিয়ে দিবি নন্দিনীর সিঁথি- 

কিন্তু ভাবনাগুলো ভাবনার আকাশে রামধনু হয় না,

রাজনীতির পঙ্কিল রক্তমেঘ মাঝে রঞ্জনরা হারায় - 

হারায় যৌবন , হারায় বিশ্বাস । তবু কেন যে ছাই 

ভাবনাগুলো রঙিন হয় নিজের অজান্তে বুঝি না;

বিশ্বাসের যৌবন হারিয়ে নন্দিনীরা শুধু কাঁদে - 

ছিন্ন বীণায় ওঠে না সুর মহামিলনের , 

সতীচ্ছদ ছিন্ন হয়,ওঠেনা সিঁথিতে এক চিলতে সিঁদুর।