Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কবিতা ঃ- প্রত্যাশাকলমেঃ-শর্মিলা রায় তারিখ ঃ-১৯/১১/২০
আশ্চর্য!  যত বয়স বাড়ছে ততই তোমার  সামনে  মেলে ধরছিআমার প্রত্যাশার ঝুলি।দাও দাও, কিছু  তো দাও।সারাজীবন  দাও নি তো কিছুই। কিঞ্চিৎ  সুখ দিও--সকালের কনকলতা রোদের  মতো। দিও কিছু প্রত…

 


কবিতা ঃ- প্রত্যাশা

কলমেঃ-শর্মিলা রায় 

তারিখ ঃ-১৯/১১/২০


আশ্চর্য!  যত বয়স বাড়ছে 

ততই তোমার  সামনে  মেলে ধরছি

আমার প্রত্যাশার ঝুলি।

দাও দাও, কিছু  তো দাও।

সারাজীবন  দাও নি তো কিছুই। 

কিঞ্চিৎ  সুখ দিও--

সকালের কনকলতা রোদের  মতো। 

দিও কিছু প্রতিশ্রুতি, 

মরা নদীর  সোঁতায় 

শুকিয়ে  যাওয়া প্রতিশ্রুতি  নয়,

পাহাড়ী ঝোরার কলকল বয়ে যাওয়া 

স্রোতের মতো  ঝরঝরে  প্রতিশ্রুতি। 

বড়ো অভিমান  হয়,

সারাজীবনে লেখোনি একটি  চিঠিও।

আমার প্রিয়  শব্দদের মালায় গেঁথে, 

খানকয়েক চিঠি  দিও।

তোমার বুকভরা  বেদনার, 

কয়েকটা ফোঁটা  দিও।

তোমার ব্যথায় ব্যথাতুর হতে চাই আমি।

আপ্লুত হতে চাই--

তোমার  মুক্তঝরানো হাসির ছটায়।

তোমার  সাফল্যের অংশীদার 

হতে পারিনি  কখনও, 

তোমার  ব্যর্থতার কালো মেঘ,

জড়িয়ে  নিতে চাই আমার  ক'রে।

আরো কত কি যে চাই  তোমার  কাছে!

বয়সকে তুড়ি  মেরে,

তোমার  প্রেমের  আগুনে -

একটু একটু করে সেঁকে নিতে চাই নিজেকে।

তোমার  স্মৃতির  মুকুরে, 

বেঁচে থাকতে চাই

চিরস্থায়ী  ছায়া হয়ে আমৃত্যু।