শিরোনাম- ভালোবেসেকলমে- বিধান চক্রবর্তী তারিখ- ০৬.১১.২০২০
আজ সকাল টা না হয় কাটুক তোমায় ভালোবেসে,আকাশ বাতাস উঠুক ভরে তোমার সুবাসে।পাখির কলতান জুড়ে থাক শুধু ই তোমার সুর,দোয়েল নাচুক ছন্দে তোমার আনন্দে ভরপুর।সোনাঝুরির সূর্য কিরণ জ্বলু…
শিরোনাম- ভালোবেসে
কলমে- বিধান চক্রবর্তী
তারিখ- ০৬.১১.২০২০
আজ সকাল টা না হয় কাটুক তোমায় ভালোবেসে,
আকাশ বাতাস উঠুক ভরে তোমার সুবাসে।
পাখির কলতান জুড়ে থাক শুধু ই তোমার সুর,
দোয়েল নাচুক ছন্দে তোমার আনন্দে ভরপুর।
সোনাঝুরির সূর্য কিরণ জ্বলুক তোমার আভায়,
শিশির ভেজা ঘাসের ডগা ঢাকুক তোমার পাতায়।
ফুলের কলি পাপড়ি মেলুক তোমার রূপের লাবণ্যে মিশে,
ভোমরা যত আসুক ছুটে তোমার মোহে ভেসে।
আজ সকাল না হয় কাটুক শুধু তোমায় শুধুই তোমায় ভালোবেসে ॥