Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

দৈনিক কবি সম্মাননাবিভাগ-গদ্য কবিতাশিরোনাম-"চেনা-অচেনা"কলমে-শ্রী মদন মন্ডলতারিখ-০৬.১১.২০২০*********************মনে হয় চেনা মুখ আজ অচেনা হওয়া ভাল |পৃথিবীর এই অত্যাচার,দূষন,স্বার্থপরের দেশেও-এখানে বুদ্ধিজীবি নামক কিছু মানু…

 


দৈনিক কবি সম্মাননা

বিভাগ-গদ্য কবিতা

শিরোনাম-"চেনা-অচেনা"

কলমে-শ্রী মদন মন্ডল

তারিখ-০৬.১১.২০২০

*********************

মনে হয় চেনা মুখ আজ অচেনা হওয়া ভাল |

পৃথিবীর এই অত্যাচার,দূষন,স্বার্থপরের দেশেও-

এখানে বুদ্ধিজীবি নামক কিছু মানুষ রয়েছে,

তাদের লক্ষ্য কেবলই নিজ শ্রীবৃদ্ধি ,

তাদের নেই বিবেক,নেই ধর্ষিতার কাতর আবেদন

শ্রবণ ক্ষমতা,নেই অন্যায় প্রতিবাদের ক্ষমতা,

নেই হৃদয়ের সভাপতি,

আছে শুধু স্রোতে দিকে মিছিলে হাঁটার অভ্যাস,

আছে জগন্য অপরাধকেও 'ছোট্ট ঘটনা' তত্ত্বে বিশ্বাসের

সীমাহীন নির্লজ্জ ক্ষমতা |


অনেক চাকরিওয়ালা বুদ্ধিজীবি রয়েছে সেথায়-

এরা তাসত্ত্বেও মৃত নয়,দীর্ঘদিন যাবৎ মৃত শবের মত কাটায়,

চেহারা ও পোশাক ,নাম যশ রাজার স্নেহের সৌজন্যে

উনারা সকলের চেনা,

আবার, রাজার প্রচারের সৌজন্যে চেনা বুদ্ধিজীবি হিসাবে,রাজ পথে রাজার প্রচারে বদন দর্শন করি,

যাদের আস্তানা ঘর তল্পিতল্পা নেই,

যে ছেলে গুলো উচ্চশিক্ষিত হয়েও দুঃস্বপ্নে কাটায়,

এই সব চেনা মুখ দের লালসার শেষ নেই |

ভিক্ষারীদের জন্য সঞ্চিত খাদ্য হরণের অভ্যাস চিরন্তন,

সিংহাসনে যাওয়া ছাড়া গতি নেই কোনও ,

তাস্বত্ত্বেও জনসমক্ষে জনসেবা নামক প্রেম নিবেদন,

অন্তহীন ভালাবাসে পেতে বাহ্যিক পোশাক ও আচরণে

থাকে বিপ্লব,

হৃদয়ে ও বাড়ি দুর্গা ধর্ষিতা,কাজের মেয়ে দুর্গা 

থাকে অনাহারে,অপুষ্টিতে,শৈশবে ও টিপ সই তে কাটে,

দুর্গার মেধাবী দাদা জীবন কাটে ইট ভাঁটায়,

তাই চেনার চেয়ে অচেনাই ভালো |