Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

# বিভাগ- কবিতা#শিরোনাম--" অজানা প্রেম "#কলমে -সূর্যকন্যা তপতী (তপতী দাস)#তারিখ- ২৫/১১/২০২০4:28 PM""""""""""""""""""""&q…

 


# বিভাগ- কবিতা

#শিরোনাম--" অজানা প্রেম "

#কলমে -সূর্যকন্যা তপতী (তপতী দাস)

#তারিখ- ২৫/১১/২০২০

4:28 PM

"""""""""""""""""""""""""""""""""""""""""""""

বাঁশরি----

তুমি তুলে ছিলে ঢেউ

কৃষ্ণ প্রিয়ার বুকে

উত্তাল তরঙ্গে---

কিন্তু তুমি তো বোঝনি

সে সুরের মুর্চ্ছনায়

বিহ্বলা হয়েছিল 

আরও এক বিরহিনী 

যার বুকের ভিতরে 

গহন অরণ্যে পথ হারিয়েছে কান্না —

যাঁর অভিমানী মন ঢেউয়ের দোলায়

কেঁদে ছিল অনুক্ষণ অব্যক্ত বেদনায়

অনুভব করেছিল তাঁর হৃদয়

থরথর শিহরণ প্রেমের স্পন্দন 

তার চলার পথে বাঁকে বাঁকে 

ভাঙনের শব্দ ওঠে 

থরথর কম্পন বুকের মাঝারে 

পাছে কেউ ফ্যালে দেখে —

চলতে চলতে সে ক্লান্ত পরিশ্রান্ত  উন্মনা

নামটি তো তাঁর সকলেরই বড় চেনা

তবুও তাঁর কষ্ট কথা দেখেও আমরা বুঝিনা

থৈথৈ এক হৃদয় অশ্রুজলে

ভেসে যায় রে ,যায় রে ভেসে 

অভিমানী নদী যমুনা

জল অনিবার ছলে 

কলসী লয়ে কাঁখে

রাধারাণী এসে বসে তাঁরই তীরে 

কৃষ্ণ সনে মিলনের আসে—

সাগর ডাকছে তারে

ঢেউয়ের গর্জনে

আয়--আয় --আয় বলে

সে কি থাকতে পারে--?

 তোমার বাঁশির সুরে

মন্ত্র মুগ্ধ হয়ে তাইতো সে ছুটে চলে 

সাগরের পানে মিলনের আশে

ঝাঁপ দেয় মিলায়ে মিলিবে বলে 

প্রসারিত সাগরের বুকে 

অজানা সে প্রেম কথা 

তাই তো আজও রয়েছে অচেনা

যুগ যুগ ধরে চলেছে সে বহে

নিয়ে এক বুক কান্না 

আজও তাই বয়ে চলে 

প্রেম সাগরে মিলাবে বলে

বিরহিনী নদী যমুনা—।

“”””””””””””””””””””””””””””””””

সূর্যকন্যা তপতী