Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কবিতা বিভাগতপনকুমার বন্দ্যোপাধ্যায় ২৪/১১/২০২০০৮ অগ্রহায়ন ১৪২৭
জাগরণ 
নৈঋতে দেখেছি আজ অশনি সংকেত,সহজ মহত নয় বিশাল আকাশ।গুঢ়তর উদেশ্যরা করে ঘোরাফেরা-
আমি এক ক্ষুদ্র জীব নাগাল পাইনা,কাম ক্রোধ লোভ মোহ আবহে প্রচুর।পিচ্ছিল পথের ধারে আকন্ঠ …

 


কবিতা বিভাগ

তপনকুমার বন্দ্যোপাধ্যায় 

২৪/১১/২০২০

০৮ অগ্রহায়ন ১৪২৭


জাগরণ 


নৈঋতে দেখেছি আজ অশনি সংকেত,

সহজ মহত নয় বিশাল আকাশ।

গুঢ়তর উদেশ্যরা করে ঘোরাফেরা-


আমি এক ক্ষুদ্র জীব নাগাল পাইনা,

কাম ক্রোধ লোভ মোহ আবহে প্রচুর।

পিচ্ছিল পথের ধারে আকন্ঠ নেশায়,

বিস্ময়ের চোখে চেয়ে ক্লান্ত পথিক।


উগ্র বাতাসের ক্ষোভে কাটে কালবেলা।

তবু জানি একদিন হবে সূর্যোদয়!

সেই আশ্বাস আমাকে জাগায়  অবিরাম... 


কপিরাইট  তপনকুমার বন্দ্যোপাধ্যায়