Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

নিরংশু আচরণ✍️স্বপ্না দাস24/11/20তোমার ভিতরের স্বরুপ দেখিতে নিজেকে করেছি দর্পন,তোমায় জানিতে ও বুঝিতে শত রূপে করেছি প্রেম অর্পণ। প্রান্তের শেষে এসে দেখি আমার মাথায় রয়েছে যত চুল,যতটা চলেছি ও যতটা রয়েছে তত গুণ ছিলো আমার ভুল।নিজে…


 নিরংশু আচরণ

✍️স্বপ্না দাস

24/11/20

তোমার ভিতরের স্বরুপ দেখিতে নিজেকে করেছি দর্পন,

তোমায় জানিতে ও বুঝিতে শত রূপে করেছি প্রেম অর্পণ। 

প্রান্তের শেষে এসে দেখি আমার মাথায় রয়েছে যত চুল,

যতটা চলেছি ও যতটা রয়েছে তত গুণ ছিলো আমার ভুল।

নিজের ভুলের গভীরতা মেপে দেখি আমিই আজ কলঙ্কিত,

দোষ কোথায় বলতে? জীবন টা ছিলো যে এক চলচ্চিত্র।

সমভাবে প্রযোজ্য নাট্যমঞ্চ,সদা সুখের উল্লাসে তার ময়দান,

তার স্রষ্টার নব নব সৃষ্টি, মধুর বচনে নবগঠিত আস্ফালন।

তাহার স্বরুপ গোপন ঘরে, শিক্ষা ও সংস্কৃতি ছিলো বেমানান,,

ধারন ক্ষমতা নেই যাহার ধর্ম কর্ম সেখানে নিরংশু ভাবে হয়রান।

ধারন থেকেই হয় ধর্ম,কর্ম-কর্ম কেবল জীবনের রোজি রুটিতে নয়,

মানুষের পরিচয় তাহার ব্যাবহারিক কর্মের মাধ্যমেই পরিচয় হয়।