Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতা বিভাগঃ কবিতা শিরোনামঃ-বিদ্রোহী কলমকলমেঃ- তাপস কুমার বরতারিখঃ 24.11.2020°°°°°°°°°°°° °°° °°°°°° °°°°° °°° °°°°°°°°°°°°°
কলম তুমি তো রক্তলেখা তেজ,তোমার কালির বিন্দু বিন্দু ফোঁটায়,কত বিপ্লব ঘটিয়েছো তোমার…

 


দৈনিক কবিতা প্রতিযোগিতা 

বিভাগঃ কবিতা 

শিরোনামঃ-বিদ্রোহী কলম

কলমেঃ- তাপস কুমার বর

তারিখঃ 24.11.2020

°°°°°°°°°°°° °°° °°°°°° °°°°° °°° °°°°°°°°°°°°°


কলম তুমি তো রক্তলেখা তেজ,

তোমার কালির বিন্দু বিন্দু ফোঁটায়,

কত বিপ্লব ঘটিয়েছো তোমার কালির রক্তলেখা তেজে।

আজ তুমি দামহীন...

সস্তার মতো বিকাচ্ছো হাটে বাজারে ঘাটে।

প্রাচীন যুগের সেই কলমের কথা মনে পড়লে,

হাজার হাজার দোয়াত কালি কলমের কথা মনে পড়ে।

আজ ফাউন্টেনপেনের আগ্রাসনে...

তোমার মূল্যের দাম আজ অত্যাচারী অশিক্ষার হাতে;

দামহীন হয়ে মাঠে ঘাটে ছড়িয়ে ছিটিয়ে আছে পড়ে।

তোমার মূল্যের দাম ওরা আজ ভুলে গেছে,

তোমার কালির রক্তলেখা তেজে।

কত সংগ্রামী বিপ্লব ঘটিয়েছো,

কলম তোমার ওই সত্যান্বেষী মনোভাবে।

কলম তোমার পরিচয় আধুনিকতা কি ভুলে গেছে?

তুমি তো ছিলে সকলের ভালোবাসার উজ্জ্বল দীপশিখা,

কখনো বা কলম তুমি বিদ্রোহী তেজ।

তোমার কালির বিন্দু বিন্দু ফোঁটায়,

লিখে গেছে কত কবি ভালোবাসার জয়গান।

তুমি ছিলে যুদ্ধেহারা সৈনিকের সংগ্রামী মনোভাব,

কত জাগিয়েছো সেই প্রতিবাদী তেজ,

আজ তোমার পরিচয়....

সস্তার বাজারে দামহীন হয়ে বিকাচ্ছে।

শিক্ষা তোমার হৃদয় আজ...

দামহীন হয়ে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।

কলম তোমার কদর ওরা আজ ভুলে গেছে,

কবে তোমার পরিচয় ওরা জানবে?

ওই হাজার হাজার যুদ্ধে জেতা মনোভাব যে তুমি ছিলে।

যেদিন ওরা কলমের সত্যের সম্মুখীন হবে,

সেদিন কলম চিরকালের মতো পৃথিবী থেকে হারিয়ে যাবে;

বুঝবে সেদিন তোমরা সকলে,

কলমের মূল্য কত এ বিশ্বসংসারে।

                     °°°°°°°°°°°