দৈনিক কবিতা প্রতিযোগিতা বিভাগঃ-কবিতা শিরোনামঃ- আমার সুরচিতাকলমেঃ- তাপস কুমার বরতারিখঃ 08.11.2020°°°°°°°°°°°° °°°°°° °° °°°°°° °°°°°°°°°°°°°°
আমি উন্মাদ পাগল হয়েছি সুরচিতা,আমার স্বপ্নের ব্যর্থ বেলাভূমির তটে দাঁড়িয়ে।সুরচিতা তুমি …
দৈনিক কবিতা প্রতিযোগিতা
বিভাগঃ-কবিতা
শিরোনামঃ- আমার সুরচিতা
কলমেঃ- তাপস কুমার বর
তারিখঃ 08.11.2020
°°°°°°°°°°°° °°°°°° °° °°°°°° °°°°°°°°°°°°°°
আমি উন্মাদ পাগল হয়েছি সুরচিতা,
আমার স্বপ্নের ব্যর্থ বেলাভূমির তটে দাঁড়িয়ে।
সুরচিতা তুমি তো জাগিয়ে ছিলে অমৃত প্রেম,
আমার কোলজে ছেঁড়া হৃদয় গহ্বরে।
আজ শুধু ব্যর্থ সমুদ্র পাড়ে দাঁড়িয়ে,
তোমার স্বপ্ন মন্থন করে চলি স্মৃতির স্বপ্ন সাগরে।
সুরচিতা তুমি কি জানো...?
আমার যন্ত্রণা নির্জন কুয়াশার অন্ধকারে কাঁদে।
যেদিন তুমি স্বপ্নের বন্ধনে আমায় বাঁধতে চেয়েছিলে,
তোমার যন্ত্রণায় আমিও কেঁদেছি...
কত নিশীথ রাতের অশ্রু নয়নে।
পারিনি তোমায় বাঁচাতে..
যন্ত্রণার দগ্ধ কারাগারে,
স্মৃতির পাতায় লাশ হয়ে বেলাভূমির কিনারায় আজও পড়ে।
ছুটে আসি বার বার,
আমার সুরচিতা তোমার স্মৃতির স্বপ্ন সাজিয়ে।
আমি আজ উন্মাদ পাগল হয়েছি?
সুরচিতা চিরকালের মতো তোমায় হারিয়ে।
তুমি কি অপেক্ষার প্রহর গুনবে?
শুধু একটি বারের মতো আমার জন্যে।
আজ মরুভূমির দগ্ধ যন্ত্রণার কিনায় দাঁড়িয়ে,
আমার সেই সাতটি বছরের হারানো প্রেম...
স্বপ্নের বেলাভূমির তটে লাশ হয়ে পড়ে,
সুরচিতা আজও তোমায় খুঁজি হারানো স্মৃতির মন্থনে।
আমার কোলজে ছেঁড়া হারানো প্রেম,
দগ্ধতার যন্ত্রণায় শুধু তোমায় নিয়ে কাঁদে।
সুরচিতা তুমি কি অপেক্ষার প্রহর গুনবে?
আজ তোমার স্বপ্নের বাঁশরী,
মৃত্যুর চিতা সাজিয়ে...
আত্মা নিয়ে তোমার কাছে যাবে।
আমার সুরচিতা সেদিন কি তোমার ঘুম ভাঙবে?
হয়তো তুমি সেদিন জানবে,
শুধু তোমার জন্যে-
বার বার ছুটে আসি তোমার লাশের সম্মুখে।
°°°°°°°°°°°°°°°