একরাশ বিশ্বাস/ দেবাশীষ/২৪.১১.২০###################একরাশ বিশ্বাসের অধিকার থেকে আজ,সরল বক্ররেখা বরাবর এগিয়ে চলেছি পথ,নিমজ্জিত সমুদ্র কূল..... জেগে থাকা হাজার প্রশ্ন! ডুবে থাকা কিছু অলীক হাঁসফাস, হাজারো আকুতি নিয়ে মুখোমুখি তোমার,আদি…
একরাশ বিশ্বাস/ দেবাশীষ/২৪.১১.২০
###################
একরাশ বিশ্বাসের অধিকার থেকে আজ,
সরল বক্ররেখা বরাবর এগিয়ে চলেছি পথ,
নিমজ্জিত সমুদ্র কূল..... জেগে থাকা হাজার প্রশ্ন!
ডুবে থাকা কিছু অলীক হাঁসফাস,
হাজারো আকুতি নিয়ে মুখোমুখি তোমার,
আদিমতার বর্বর ঘৃন্য রেশ.........
পশমী তুলোর মতো আজও অনন্য,
জীবনের গতিপথ থামিয়ে অহংকার
একেলা হেটে চলা অষ্টাদশীর মতো....
হারিয়ে ফেলেছি শতাব্দীর জন পথ,
নির্ভেজাল লোভ জেগে আছে হিংস্রতায়,
বিতারিত হয়েছে সভ্যতার সরল সমীকরণ,
আমার তোমার দেনা পাওনা এখন বিভাজিত,
সহজ গানেতিক সুত্র এখন অমিল পরিমিতি,
সহজ সরল মানুষেরা এখন মুখোশের দলে,
ওরা জেনে গেছে,চিনে গেছে,
ক্যামোফ্লাজ করে কেমন করে আড়াল নিয়ে...
সরে যেতে হয় অজানা দীপান্তরে,
নচেৎ ডুডু পাখীর মতো একদিন লোভ পাবে অস্তিত্ব,
এটাই হয়তো বেঁচে থাকার একমাত্র মন্ত্র,
একমাত্র সহজিয়া প্রাত্যহিকির সমীকরণ।।
#########