Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতা শিরোনাম - যদি ভাবতেকলমে - মঞ্জুলা বরতারিখ- 24.11.2020
শান্ত নিমেষে হাসিটুকু কেড়ে নিলে!মুখের ভাষা স্তব্ধ,বুকের পাঁজরে ধিকিধিকি তুষের আগুন দিলে জ্বালিয়ে, চোখের পাতায় ভরে দিলে জল, কিছু না বলে নীরবে কোথায়…

 


দৈনিক কবিতা প্রতিযোগিতা 

শিরোনাম - যদি ভাবতে

কলমে - মঞ্জুলা বর

তারিখ- 24.11.2020


শান্ত নিমেষে হাসিটুকু কেড়ে নিলে!

মুখের ভাষা স্তব্ধ,বুকের পাঁজরে

 ধিকিধিকি তুষের আগুন দিলে 

জ্বালিয়ে, চোখের পাতায় ভরে

 দিলে জল, কিছু না বলে নীরবে 

কোথায় সরে গেলে,কে বা জানে?  

ভাবোনি তো একবার! কত কষ্ট 

পাবো মনে কত যন্ত্রণা বিঁধবে 

বুকে তাইতো উত্তুরে বাতাস  

পাশ ঘেঁষে গেলো চলে, বৃক্ষ শাখা 

দেখে ঝুঁকে ঝুঁকে!রবির আলো

 ধুলোবালিতে গড়াগড়ি।চোখের 

পাতায় স্বপ্নের ছবি পিয়াসী বাসনায়

 খুঁজে আপনায়--অজান্তে , কোথা 

থেকে তৃষিত আকাশে পরাণের 

দোলা! ঝিরিঝিরি কাঁপে সবুজ 

পাতা, শ‍্যাপলা শালুক, পদ্ম মাথা

 তুলে ওঠে-- জলে, হাসগুলো ভেসে

 ভেসে করে খেলা,পীড়িত বুকে 

যন্ত্রণার আনাগোনা তবুও নীরব 

আশায় বেঁচে থাকা, রাশি রাশি 

যন্ত্রণারা পাঁজরে উঁকিঝুঁকি,অদ্ভুত  

জ্বালা যন্ত্রণায় ছটফটানির বিলাপ! 

সহানুভূতিতে শুধু মাত্র এক পৃথিবীর 

 ভরা স্বপ্ন ! কত শ্রাবণকত ফাল্গুনে

 কয় কথা--- মনের অগোচরে!

অন্ধকারের অতলে হারিয়ে

 যাওয়া মনুষ্যত্ব অজান্তে তুলে

  হাহাকারে আর্তনাদ ! দিকভ্রান্ত

 বিবেক দিশেহারা, মনের ক্লান্তি 

  হতাশ বিদ্ধস্ত ধোঁয়াশায় বুনে 

স্বপ্ন,আর নীরবে খোঁজে ভালোবাসা,

আশার আলো দেখায় পথ! 

সবাই যদি সবার কথা ভাবতো

 তবে অশান্তি , সমস‍্যা, যন্ত্রণার 

ঢেউ থাকতো না! মনটা যদি না--

 থাকতো তবে মনে ও পড়তো না--

 কিছু !অজস্র নীরব ব‍্যথা গুমরে 

গুমরে বিলাপ ও করতো না মননে,

 বিষাদের ছায়া সরে যেতো--   

ফুটতো মুখের হাসি, তেজোদীপ্ত  

সূর্যোদয়ে ---যদি একবার ও ভাবতে !