Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

প্রতিযোগিতা প্রতিদিন
কবিতা : ।। অমর তুমি মারাদোনা ।।কবি : দিব্যেন্দু চ্যাটার্জীতারিখ : ২৭/১১/২০২০
মৃত্যু যখন পরশ পাথর , জীবন যখন ধ্রুপদী তাল,যৌবনেতে ফুটবলে আমাদের তুমি করেছ মাতাল।
আজ অবেলায় ছাড়লে বিশ্ব, ফুটবল দুনিয়া হল নিঃস্ব-তবু…

 


প্রতিযোগিতা প্রতিদিন


কবিতা : ।। অমর তুমি মারাদোনা ।।

কবি : দিব্যেন্দু চ্যাটার্জী

তারিখ : ২৭/১১/২০২০


মৃত্যু যখন পরশ পাথর , জীবন যখন ধ্রুপদী তাল,

যৌবনেতে ফুটবলে আমাদের তুমি করেছ মাতাল।


আজ অবেলায় ছাড়লে বিশ্ব, ফুটবল দুনিয়া হল নিঃস্ব-

তবুও এখনও অমর প্রাণে ছিয়াশির সেই গোলের দৃশ্য।


রোদ ভেঁজা জল পাগলপানা, দেবশিশুর হার না মানা -

তবুও সময় থমকে গেল তোমায় ছুঁয়ে মারাদোনা।


ভগবানের মৃত্যু হয় না কখনো, অমরত্বই তাদের ঠিকানা -

রাজাই আজ নাই বা রইল, মৃত্যু যখন দেয় পরোয়ানা।


এখনও তুমি নিত্য বাঁচো, নিত্য রণসজ্জায় সাজো -

মাঠ কাঁপানো পা দুখানা বেঁচে আছে স্বপ্নে আজও..


তোমাকে কেউ কাড়তে পারবে না , প্রিয় রাজা মারাদোনা।।