দৈনিক কবিতা প্রতিযোগিতাবিভাগ-কবিতাশিরোনাম -"মুছে যাওয়া দিনগুলি"কলমে-শ্রী মদন মন্ডল_________//তাং- ২৭.১১.২০২০স্মৃতির ম্যারিনা খাদে কেবলই তোমারই ছবি,এতো গভীর যে- শুধুই বিশ্ব শ্রেষ্ঠ্য আলোকেতুমিই দীপ্তমান।নাট্যাভিনয় মঞ্চ…
দৈনিক কবিতা প্রতিযোগিতা
বিভাগ-কবিতা
শিরোনাম -"মুছে যাওয়া দিনগুলি"
কলমে-শ্রী মদন মন্ডল
_________//তাং- ২৭.১১.২০২০
স্মৃতির ম্যারিনা খাদে কেবলই তোমারই ছবি,
এতো গভীর যে- শুধুই বিশ্ব শ্রেষ্ঠ্য আলোকে
তুমিই দীপ্তমান।
নাট্যাভিনয় মঞ্চে অপর কণ্ঠে সুর বহন করে
চললেও প্রেমের স্পন্দনে কোথায় যেন তুমি
এখনও পোড়া দাগের ছায়া।
সংসার,সভ্য সমাজ,সম্মান বাঁচানোর লড়াই এ-
হৃদয়ের তোমার নামও ছবি খানি পাহাড় প্রমান
ছাই চাপা দিয়ে,এগিয়ে পথ ,সম্মুখ বাস্তবতার লড়াই এ ;
মঞ্চ উত্তাল করা করতালির ভাষনে মধ্যে খুঁজে বেড়াই-
নীরব বালুতটে তোমার সুমধুর হাসি খানি;
তবু চলে হাজারো দর্শকের মধ্যে তোমার আনাগোনা;
অবসন্ন নিশুতী রাতের একাকীত্বে স্মরণ তোমার-
দশম শ্রেনীতে আমার বাড়ি ফেরার রাস্তায়,
দীর্ঘ অপেক্ষার শেষে আমার দর্শণে মিষ্টি হাসি;
যেন আটলান্টিকার শীতল পরশ ।
কলেজে জীবনের পরীক্ষা ও ছাত্রাবাসে না পাওয়ার
মরুসাগরের তীরে কেবলই সেই মলিন মুখ দেখি ।
তোমাকে এখন পাওয়ার ইচ্ছা-
বিবেক দর্শনের কাছে হঠাৎ মনে হয় সীমান্তে পরাস্ত
ও আহত যন্ত্রণা কাতর সৈনিক |
হাজার দর্শকের মাঝে বক্তৃতায় যখন দেশ ও দশের
সমালোচনায় উত্তাল সমুদ্রের ন্যায় করতালির গর্জন;
তখন কে যে সামনে দাঁড়িয়ে বিবেক কে
উলঙ্গ রাজার গল্পের শিশুর মত প্রশ্নবাণে
করে আমায় ক্ষতবিক্ষত |
মনে হয় আমার নেতা সেজে বক্তব্যের মাঝে-
তুমি হঠাৎ দাঁড়িয়ে না গেয়ে ওঠো-"কি চোখে
তোমায় দেখি,বোঝাতে পারি নি আজ হয় তো...."
স্মরণ করিয়ে দেয় তোমার কণ্ঠে সুর না দেওয়া কথা,
তোমার হাতে হাত রেখে চলার শপথের কথা,
তোমার সঙ্গে রাস-লীলা,নকশীকাঁথার মাঠে স্বপ্ন !
তোমার সঙ্গে সেতু বেঁধে নির্জন দ্বীপে নীড় গড়ার
রঙীন স্বপ্ন ।।