Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

একটা ভোর চাই              প্রদীপ সেন  আগরতলা, ১৬/১১/২০
আপাতদৃশ্য আলো নিয়ে প্রতিটি রাতের শেষে একটা ভোর আসে ।ভাবতাম, বুঝি বাঁচা গেল, আঁধারের দৌরাত্ম্য থেমে গিয়ে শুরু হল বুঝি আলোর রাজত্ব। পুনরাবির্ভাবের চক্রপথে পালা করে আসে রাতআসে ভো…

 


একটা ভোর চাই

              প্রদীপ সেন

  আগরতলা, ১৬/১১/২০


আপাতদৃশ্য আলো নিয়ে 

প্রতিটি রাতের শেষে একটা ভোর আসে ।

ভাবতাম, বুঝি বাঁচা গেল, আঁধারের দৌরাত্ম্য 

থেমে গিয়ে শুরু হল বুঝি আলোর রাজত্ব। 

পুনরাবির্ভাবের চক্রপথে পালা করে আসে রাত

আসে ভোর, যে-যার স্বভাব নিয়ে। 

ললাটলিখন ভেবে মেনে নিতে হয় এই দ্বৈত শাসন। 

আজকাল বীতপ্রেম শেকড় গেড়েছে বুঝি চেতনায়, 

যখনি আঁধার-কাটা আলো চোখে পড়ে, 

চোখে পড়ে আঁধারের সাথে তার সহবাস। 

মিশালি প্রভাতে আজ রুচিটাই হারাতে বসেছি 

চরাই উতরাই ভেঙে ভেঙে মেপে মেপে কম তো হাঁটিনি

অবিমিশ্র প্রভাতের কাঙ্ক্ষিত ঠিকানা এখনো অধরা। 

আজকাল প্রভাত হলেও তাতে কী-বা এসে যায়? 

আমি তার পিছু পিছু আঁধারকে পিছু নিতে দেখেছি। 

সোৎসাহে অপেক্ষায় বসে আছি সেই কবে থেকে 

তিমির হরণকারী অবিমিশ্র একটা ভোর চাই আজ।