বিভাগ- --কবিতা শিরোনাম- ---গ্রাম্য ছায়াপথকলমে ---রত্না পালতারিখ- ---6*11*2020___________@____________
গোধূলির আলো আঁধারির আবছায়া সব রঙ যেন মিশে গেছে গ্রাম্য সুদূর পথের শেষে।ভাঙাচোরা এবড়ো খেবড়ো শরীর নিয়ে শুধু ছায়াময় মায়াময় …
বিভাগ- --কবিতা
শিরোনাম- ---গ্রাম্য ছায়াপথ
কলমে ---রত্না পাল
তারিখ- ---6*11*2020
___________@____________
গোধূলির আলো আঁধারির আবছায়া সব রঙ যেন মিশে গেছে গ্রাম্য সুদূর পথের শেষে।
ভাঙাচোরা এবড়ো খেবড়ো শরীর নিয়ে
শুধু ছায়াময় মায়াময় বয়েচলা তার।
দিন শেষে নেমে আসে সেথায় হেমন্তের আবছায়া
হাল্কা কুয়াশার নম্র ঢেউয়ের আস্তরণ ।
সেথায় নেই কোনও ম্যারাথন দৌড়ের আয়োজন
নেই পথের ধারে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা কোন আলোর রোশনাই!
একরাশ দুঃখী চেহারায় ভঙ্গুর শরীর নিয়ে
পড়ে থাকা হাটুরে রাস্তা ।
কখন ও শ্রাবণের বর্ষণ সিক্ত নরম কাঁদা জলে ভেজা ভেজা গর্ত অবিন্যস্ত সেথায় ।
তবুও স্বপ্ন থমকে থাকে না
ঝাঁ -চকচকে সুদূর প্রসারীত দিগন্ত ছোঁয়ার স্বপ্ন ।
গ্রাম্য পথের দুপাশে হেঁটে চলেছে কতো
সে নামের সবুজ বৃক্ষ।
আলোর আবছায়া তার শতীল শান্ত পরশে যাত্রা পথের মনোরম আবেশে পথিকের ক্লান্তি দূরীভূত হয় ।
কর্ম ব্যস্ত জন জীবনের আসা যাওয়ার কত সাক্ষ্যতা বহন করে চলেছে সে পথ ।
পাঁজর ভাঙা ক্ষত-বিক্ষত দেহে
অসহায় বহু মানুষের
পদ চিহ্ন অঙ্কিত রয় গ্রাম্য
নীরব ছায়াপথে ।
---------- ₩ ---------