দৈনিক প্রতিযোগিতা। শিরোনাম- "ছন্নছাড়া"কলমে- অমল কুমার ব্যানার্জী তারিখ-06/11/2020-------------------------------------------আমার কবিতা "ছন্নছাড়"অমল কুমার ব্যানার্জী06/11/2020(লেখা- 19/10/2020)-----------------…
দৈনিক প্রতিযোগিতা।
শিরোনাম- "ছন্নছাড়া"
কলমে- অমল কুমার ব্যানার্জী
তারিখ-06/11/2020
-------------------------------------------
আমার কবিতা
"ছন্নছাড়"
অমল কুমার ব্যানার্জী
06/11/2020
(লেখা- 19/10/2020)
----------------------------------------------------------------
লাল রঙের রক্তে রাঙা কাশ ফুল দেখি,
ছন্নছাড়া জীবনে সাদা কাশ ফুল কোথায়?
একদিন আলো করে আসবে,
সেই আশাতে বসে, আগামী দিনের শারদীয়া।
সাদা সাদা পেঁজা মেঘ কোথায়?
শরৎ তোকে হন্যে হয়ে খুঁজে মরি।
ফুলদানিতে কাগজের ফুল শোভা পায়,
হাতের মুঠোয় যেন নিষিদ্ধ ছবি ।
আমি বসে আঁকি আগমণী চোখ,
দেখবে দেবী সেই চোখ দিয়ে আজকের সমাজ।
কিন্তু ওরা ঠুলি পরিয়ে দেয়,
দেবী দেখে, মর্তে ছেলেরা আছে মহাসুখে।
অন্তরযামীর অন্তর কাঁদে,
তবু চুপ করে থাকে এই ভেবে-
চারটি দিন হম্বিতম্বি করে কি হবে ?
আমি যাওয়ার পর ওদের দুর্দশা চরমে পৌঁছাবে।
দেবী আসে দেবী যায়, মধুবনী সন্ধ্যায়,
সেই জলে বাস্তব হাবুডুবু খায়।
অমল কুমার ব্যানার্জী
Copyright reserved
20/10/2020