Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

।।বসন্ত ফাগুন।।                 ।।কলমে: অবুঝ মন।।------------------------------------------------------------পূর্ণতা প্রাপ্তির আকাঙ্ক্ষা নিশ্চয়ই বেমানান নয়সংকোচ তাই খোলসের আবরণে না ঢেকে হয়েছিলো উন্মোচনজাগলো সাড়া জলতরঙ্গে,বাজল…

 


।।বসন্ত ফাগুন।।

                 ।।কলমে: অবুঝ মন।।

------------------------------------------------------------

পূর্ণতা প্রাপ্তির আকাঙ্ক্ষা নিশ্চয়ই বেমানান নয়

সংকোচ তাই খোলসের আবরণে না ঢেকে হয়েছিলো উন্মোচন

জাগলো সাড়া জলতরঙ্গে,বাজলো মাদল যমুনায়

জীবন দ্বারে ভিড় করে উছলিত জোয়ার উজানী সন্ধিক্ষণ।


আঁখি তখন শঙ্খচিলের মতো খুঁজে বেড়ায় হরিণীর দুটি চোখ

অবুঝ মনের সবুজ সিগন্যালে খিলখিল করে নেচে ওঠে রাঙা জবা সেই ঠোঁট

পাশাপাশি বসে কাছাকাছি আসা নেহাতই ছিলো ক্ষণিকের অপেক্ষা

দূর হতে ভেসে আসে ঝর ঝর সুর,তোমাতে আমাতে আবার হবে গো দেখা।


হৃদয় তখন খোলা আকাশ,মুক্তোর উৎপাত

ফুসফুস জুড়ে গোলাপ বাগান মেমসাহেবের বসবাস

শুরু হলো পথচলা আবারও,দেখার পালা মন রাঙা গুনগুন

মুছে গেলো ফিকে রঙ,এলো ফিরে সে মধুলগন বসন্ত ফাগুন।

-------------------------------------------------------------

                  -৬/১১/২০২০-

-ছবি সংগৃহীত-