বিভাগ : কবিতা শীর্ষক : তুমি কি দেখছো ?কলমে : শঙ্কর 28.11.2020
প্রশ্নের কাছে অপেক্ষা চিরদিন হেরে গেছে গণিতের ভাষায় আগাম ধরে নেওয়া এখন অন্তরায় রেখার আঁকিবুকি কিংবা প্রশস্ততা নাকি মনের কথা বলে সরল রেখার কাছে সারল্যের খোঁজ তুমি ক…
বিভাগ : কবিতা
শীর্ষক : তুমি কি দেখছো ?
কলমে : শঙ্কর
28.11.2020
প্রশ্নের কাছে অপেক্ষা চিরদিন হেরে গেছে
গণিতের ভাষায় আগাম ধরে নেওয়া এখন অন্তরায়
রেখার আঁকিবুকি কিংবা প্রশস্ততা নাকি মনের কথা বলে
সরল রেখার কাছে সারল্যের খোঁজ তুমি কি পেয়েছো?
আঁকা বাঁকা দাগ রোজ বলে যায় বেঁচে থাকার কথা
ভেবে দেখেছো কি যে রেখায় তুমি সারল্যের খোঁজ পাও
সে হঠাৎ থেমে যাওয়া জীবনের কথা বলে
জীবন এখন উলের গোলার মতো
যতো জড়িয়েছে উষ্ণতা হয়েছে তীব্র আরও তীব্র
খুব সোজা আর একাকিত্ব একে অন্যের পরিপূরক
যে রাস্তা কখনো শেষ হয়নি সেও তো সরল ছিলো
আজও পায়নি ঠিকানা, একটা মোড় এখনো অপেক্ষায়
সেখানেও সন্ধ্যে হয়, তারায় তারায় সেজে ওঠে আকাশ
এক সমকোনে বাঁচার অহংকারে রোজ সেজে ওঠে
তুমি কি দেখছো.......?