তরুন চট্টোপাধ্যায় ।কলকাতা ।আওয়াজ উঠেছে বঙ্গে, আমরা দিদির সঙ্গে ।শুভেন্দু অধিকারী কে সমর্থন করে এতদিন ছিল দাদার অনুগামীদের পোস্টার।এবার তার পাল্টা ফেসবুকে চলে এলো আমরা দিদির সঙ্গে ।আর সঙ্গে সঙ্গেই সোসাল মিডিয়া তে তা ছড়িয়ে পড়ছে।তৃন…
তরুন চট্টোপাধ্যায় ।কলকাতা ।
আওয়াজ উঠেছে বঙ্গে, আমরা দিদির সঙ্গে ।শুভেন্দু অধিকারী কে সমর্থন করে এতদিন ছিল দাদার অনুগামীদের পোস্টার।এবার তার পাল্টা ফেসবুকে চলে এলো আমরা দিদির সঙ্গে ।
আর সঙ্গে সঙ্গেই সোসাল মিডিয়া তে তা ছড়িয়ে পড়ছে।তৃনমূলের নেতা মন্ত্রীর মুখে মুখে এখন আওয়াজ উঠেছে বঙ্গে, আমরা দিদির সঙ্গে ।
শুভেন্দু অধিকারী মন্ত্রী পদ ছাড়লেও এখন তিনি তৃনমূলের বিধায়ক ।একথা দলের একাংশ বললেও তৃনমূল দলের সিংহভাগই তা মানতে নারাজ ।আর তাই অল আউট খেলতে মাঠে নামলো তৃনমূল দল।শুভেন্দু কে হিসাবের বাইরে রেখেই পুনর্বার ক্ষমতা দখলে রাখতে চাইছে তৃনমূল ।
তবে যে ক্ষোভের কথা বার বার শুভেন্দু বলে এসেছেন তা আই প্যাকের মালিক পি কে ,কে নিয়ে ।দল চালাতে গিয়ে পি কের উপস্থিতি তাঁর পছন্দ হয়নি।একথা এবার একে একে অন্য তৃনমূল নেতাদের মুখেও শোনা যাচ্ছে ।ইতিমধ্যে মিহির গোস্বামী দল ছেড়েছেন।শীলভদ্র সেই পথে হাঁটতে শুরু করেছেন।
হাওড়ার শিবপুরের বিধায়ক জটু লাহিড়ি ও বিরক্ত পি কে ও তার টিমের ওপর।আর সে কথা প্রকাশ্যেই বললেন তিনি।
তবে কি পি কে টিম কি এই ভাঙনের মূল সূত্র ।নাকি এর পিছনে রয়েছে অন্য কোন হাত।
আর এই সব দেখে প্রধান বিরোধী দল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উক্তি, সবে তো শুরু।তৃনমূলের কত নেতা মন্ত্রী থাকে দেখুন।
যদিও তৃনমূল দল দিলীপ ঘোষকে কোন রকম জায়গায় রাখতে চান না।আর তার মন্তব্য কেও গুরুত্ব দিতে নারাজ ।
আওয়াজ উঠেছে বঙ্গে, আমরা দিদির সঙ্গে এখন রাজ্য জুড়ে অল আউট নেমে পড়লেন।মানুষের দরজায় দরজায় সরকারের উন্নয়নের খতিয়ান নিয়ে দিদির আদেশে।
এদিকে বিজেপি হিসাব কষছে কতজন বিধায়ক তৃনমূল দল থেকে পাওয়া যাবে।
একুশের ভোট এসেছে নব সাজে।