Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কাল্পনিক আদালতকলমে :- লক্ষ্মী কান্ত দাস২৬.১১.২০২০আমার অশ্বমেধের ঘোড়া দিলেম ছুটিয়ে ,বাজিয়ে দিলেম দুন্দুভি , আহবান রেখে রক্তের উৎসবের ।আমাকে ঘিরে থাকা আভিজাত্যের অভিমান , সহ্য করতে ব্যর্থ অপমান , যা হয়তো আমার চৈতন্য ফিরিয়ে দিতে এসে…

 


কাল্পনিক আদালত

কলমে :- লক্ষ্মী কান্ত দাস

২৬.১১.২০২০

আমার অশ্বমেধের 

ঘোড়া দিলেম ছুটিয়ে ,

বাজিয়ে দিলেম দুন্দুভি , 

আহবান রেখে রক্তের উৎসবের ।

আমাকে ঘিরে থাকা আভিজাত্যের অভিমান , সহ্য করতে ব্যর্থ অপমান , 

যা হয়তো আমার চৈতন্য ফিরিয়ে দিতে এসেছিল , কিন্তু আমি তারে ফিরায়ে , হবো শৌর্য্যবীর , জর্জরিত অহংকারে ধুলোকে তুচ্ছ বলে ভাবি , ক্ষাত্র্য  আমাকে ব্রাত্য ভাবে , চৈতন্য সাগরের তীরে গেলে , ফিরে এলে ধ্বনি মুখরিত করে জয়গান আমার চারপাশ , আমি পিতা থেকে চিতার দুরত্ত্ব মেপে দেখি কতটা মিথ্যা মেশানো হয়েছে তাতে , যাকে আমি সত্য বলে জানি ।

তবুও তো সময় আমার সব আবেগকে ফুৎকারে উড়িয়ে দিয়ে , আমাকে নিঃস্ব করে দিতে , হাজারো অভিযোগ নিয়ে দ্বারস্থ আজ , 

সম্ভাব্য virtual আদালতে ।

জীবনের মহামন্ত্র বদলে নিয়ে , বহাল তবিয়তে , থেকে যেতে বেঁচে । 

আশা করবো কেউ টু শব্দটিও করবে না আর , এ বিষয়ে ।