Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

তিমির অনির্বাণ মুখোপাধ্যায় -----------------------------------কুয়াশার ওপারে সে কি আছে?হয়তো আছে বা নেই--তবু অপেক্ষা থেকেই যায়। কোনের টেবিলে দুটি কাপ--একটি খালি আর একটিতে শান্ত শীতল চা,দু একটা পিঁপড়ের মৃতদেহ সাক্ষী দেয় অন্তহীন প্রত…

 


তিমির 

অনির্বাণ মুখোপাধ্যায় 

-----------------------------------

কুয়াশার ওপারে সে কি আছে?

হয়তো আছে বা নেই--

তবু অপেক্ষা থেকেই যায়। 

কোনের টেবিলে দুটি কাপ--

একটি খালি আর একটিতে 

শান্ত শীতল চা,

দু একটা পিঁপড়ের মৃতদেহ 

সাক্ষী দেয় অন্তহীন প্রতীক্ষার। 

হয়তো সে আসবে 

এই ভেবেই জ্বালিয়েছিলাম মোমবাতি--

জ্বলে নিঃশেষ হয়ে গেছে,

শুধু রয়ে গেছে গলে যাওয়া 

মোমের দাগ ক্ষতবিক্ষত। 

উষ্ণ চোখের জলও আজ 

বাষ্পীভূত; রেখে গেছে শুধু 

কোটরে ঢোকা চোখ থেকে 

সমান্তরাল দুটো লাইন। 

এই বিষাদের কুয়াশার 

অন্তরাল থেকে সে যদি 

আসে, একবারও যদি আসে--

তাকে শোনাবো এক দীর্ঘ উপন্যাস। 

অনেক প্রেম, বিরহ, ছেঁড়া চিঠি 

আর না লেখা কবিতা পেরিয়ে 

ফিরতে চাইলেই কি সে আর 

ফিরতে পারবে?

উত্তরের অপেক্ষায় জেগে থাকে 

নিদ্রাহীন দুই চোখ আর 

ঘুণপোকাদের তুমুল ব্যস্ততা 

এখনও সচল হৃৎপিণ্ডের অলিন্দে।