Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

. • প্রথম দূর্বাদল •                 অজয় কুমার দত্ত
সমাপ্তি আজ সুদীর্ঘ প্রতীক্ষার। ছুঁয়ে গেছে ঊর্বীকে ঊনবিংশতি অঘ্রাণের রোদ তার কাঞ্চনরঙা আঁচল দিয়ে।          অনেক জল গেছে বয়েগঙ্গার উথালপাথাল স্রোতেআজও কী খুঁজে পাওয়া…

 


. • প্রথম দূর্বাদল •

                 অজয় কুমার দত্ত


সমাপ্তি আজ সুদীর্ঘ প্রতীক্ষার। 

ছুঁয়ে গেছে ঊর্বীকে ঊনবিংশতি অঘ্রাণের রোদ তার 

কাঞ্চনরঙা আঁচল দিয়ে।          

অনেক জল গেছে বয়ে

গঙ্গার উথালপাথাল স্রোতে

আজও কী খুঁজে পাওয়া যাবে তাতে

মিশে যাওয়া ক’ফোটা অশ্রুজল ?

ইতিহাস কথা কয়ে যায় অবিরল। 


কৃষ্ণসায়রের মতো অনাবিল উদ্ভাস 

তোমার দু’চোখে দেখেছিলাম আমার প্রথম সর্বনাশ। 

স্মরণে আছে সেই প্রান্তরের গান !

যেখানে নিয়েছিলাম প্রথম দূর্বাদলের আঘ্রাণ !

আর সেই প্রথম বৃষ্টিতে ভেজা !

আর কদমগাছের নীচে প্রথম আশ্রয় খোঁজা !

তোমার হাতে দিয়েছিলাম প্রথম কদম

ফুল। আমার সর্বনাশের সেই তো প্রথম !


কিন্তু আরও বাকি ছিল অন্তিম সর্বনাশের~

নিষিদ্ধ সম্পর্ক বাধা দিল মিলন প্রয়াসের

পথে। চোখে জল নিয়ে বলেছিলে আবার

আসবে ফিরে। স্তব্ধ প্রতীক্ষা মাথা কোটে বারবার। 

নিভে গেছে ঊনবিংশতিতম আকাশপ্রদীপ। 

প্রতীক্ষা শেষ। আজ অন্তিমশয়ানে তুমি আমার সমীপ। 

সেই কৃষ্ণসায়রের মতো দু’টি চোখ

নিমীলিত। উপরে নির্বাক নির্মোক। 


ভোরের ভৈরবী রাগে উদভাসিত পূর্বা। 

দাঁড়াও একটুখানি, হে অন্যপূর্বা !

নিয়ে যাও নিয়ে যাও~

আমি এনেছি সেই প্রথম প্রান্তরের দূর্বা। 

                       ←☀→

©অজয়