#শিরোনাম_আমি_হতে_চাইনি_ফেরারী#কলমে_রাঙাবেল_চাকমা০৪/১১/২০২০
এসেছিলাম সৌরভের এক মাল্যের ভূমিতেপাওয়া না পাওয়া এক মন রাঙিয়ে নিতে,আমি চেয়েছি এক স্বর্গের মত বসবাস করতে কিন্তু কেড়ে নিয়েছে এক নরক খাদক পিশাচ।
আমি প্রাণভরে তাকিয়ে ছিলাম ঐ …
#শিরোনাম_আমি_হতে_চাইনি_ফেরারী
#কলমে_রাঙাবেল_চাকমা
০৪/১১/২০২০
এসেছিলাম সৌরভের এক মাল্যের ভূমিতে
পাওয়া না পাওয়া এক মন রাঙিয়ে নিতে,
আমি চেয়েছি এক স্বর্গের মত বসবাস করতে
কিন্তু কেড়ে নিয়েছে এক নরক খাদক পিশাচ।
আমি প্রাণভরে তাকিয়ে ছিলাম ঐ সৌরভের দৃশ্যপট
পাওয়া হলো না সুশোভিত আলোকজ্জল নয়নের পালক,
কি নিয়ে বেচেঁ রবো জীবনের অনন্ত কাল
মনের সাথে যুদ্ধ করে আজ আমি ফেরারী হতে জুগিয়েছিল বিবর্ণ সকাল।
ফেরারী হতে চাইনি বানিয়েছে ছলনাময় মায়াবী
চাওয়া নয়, পাওয়া নয়, খুঁজি শুধু এক ঘুমন্ত কুমারী,
সৌরভের এ ঝলকানি আমায় আরো বানিয়ে দেয় ধুসর বালুকণা
না চাওয়াতে আজ আমি একজন অজানা ফেরারী মনের উন্মাদনা।