Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#লিখতে_চাইলে_লেখো--- স্নেহাশিস পালিত ০৩-১১-২০২০
লিখতেই হবে, এ কথা কেউ বলেনি,দিব্যি তো দাওনি কাউকে কখনো...তুমিই চাও লিখতে, তাই এতো লেখো!
খুঁতখুঁতে তাই বুঝি সাতপাঁচ ভাবো,ভাবের ঘোরে আঁকো কল্পনার আঁকিবুঁকি... নিজে পোড়ো, পোড়াও কবিতার অন…

 


#লিখতে_চাইলে_লেখো

--- স্নেহাশিস পালিত 

০৩-১১-২০২০


লিখতেই হবে, এ কথা কেউ বলেনি,

দিব্যি তো দাওনি কাউকে কখনো...

তুমিই চাও লিখতে, তাই এতো লেখো!


খুঁতখুঁতে তাই বুঝি সাতপাঁচ ভাবো,

ভাবের ঘোরে আঁকো কল্পনার আঁকিবুঁকি... 

নিজে পোড়ো, পোড়াও কবিতার অন্তর!


অলস স্বপ্নের সাবেকি মায়াজাল -

কেটে ফেলো বাস্তবের রুক্ষ ভূমিতে... 

জন্ম নিক দু'চার বিন্দু উষ্ণ নোনাজল। 


থাকুক প্রেম বিরহের সাত কাহন,

আবেগি অভিসার ভাষা পাক দ্বন্দ্বে...

দ্রোহের আনুভূমিক ক্ষেত্র গড়ো কৌশলে। 


অনাচার, অবিচারের কলুষিত ছায়া -

স্পষ্ট হোক লেখনীর শানিত স্পর্শে...

বিম্বিত হোক বাস্তবের রুগ্ন অবয়ব।


সোনালি সকাল যদি বিলম্বিত হয়,

কালো রাত্রির আঁধারে ভরসা রেখো...

ঝিঁঝিঁর ঝঙ্কারে খোঁজো জীবনের স্পন্দন। 


লেখো দিশাহীন নাবিকের বারোমাস্যা, 

অথৈ সাগরে ছিন্ন পালের ইতিকথা...

ঢেউয়ের কাছে নতিস্বীকারের বিবশ যন্ত্রণা! 


সব কিছুই তোমার হাতে, সিদ্ধান্তও তোমার,

কাব্য গড়ো মনের মাধুরি মিশিয়ে... 

আশা, ভরসা ভাষা পাক পূর্ণতার পথে। 


শুধু কল্পনা নয়, বাস্তবের চোরা গলিতে -

খুঁজে দেখো আশাহত জীবনের বীতরাগ...

অভিমানী সত্তার চাপা ক্রন্দন কংক্রিটের ফাঁকে! 


স্থান -- সিপাইবাজার, পশ্চিম মেদিনীপুর/০২-১১-২০২০

Copyright@Snehasis Palit