Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক বিপ্লব গোস্বামীর ছড়া

ছড়া শরৎ এলোবিপ্লব গোস্বামী
বর্ষা গেলোশরৎ এলোশিশির কণা দূর্বা ঘাসে।মেঘের ভেলাকরছে খেলারৌদ্র ছায়া সারা কাশে।
কাশ ফুলদিচ্ছে দোলমাঠ ভরা আমন ধান।শিউলি ফোটেসৌরভ ছোটেচাষা গায় বাউল গান।
এলো শরৎহিমের পরশফোটে কামিনী,মালতী,জুঁইমিষ্টি ঘ্রাণজুড়…


ছড়া

 শরৎ এলো

বিপ্লব গোস্বামী


বর্ষা গেলো

শরৎ এলো

শিশির কণা দূর্বা ঘাসে।

মেঘের ভেলা

করছে খেলা

রৌদ্র ছায়া সারা কাশে।


কাশ ফুল

দিচ্ছে দোল

মাঠ ভরা আমন ধান।

শিউলি ফোটে

সৌরভ ছোটে

চাষা গায় বাউল গান।


এলো শরৎ

হিমের পরশ

ফোটে কামিনী,মালতী,জুঁই

মিষ্টি ঘ্রাণ

জুড়ায় প্রাণ

শ্বেত বালাকার আকাশ ছোঁই।

*****************

ছড়া

 বিদ্রোহী নজরুল


বিপ্লব গোস্বামী


বিদ্রোহী নজরুল

সঙ্গীতের বুলবুল

গেয়েছো সাম‍্যের গান‌।

চির নির্ভীক

ন‍্যায় সৈনিক

করেছো সত‍্যের জয়গান।


কবিতা ছড়া

বিদ্রোহে ভরা

বাজিয়েছো বিষের বাঁশি।

পালটাতে ধারা

কেটেছো কারা

মা মানুষেরে ভালোবাসি।


হে নারীবাদী

হে সাম‍্যবাদী

গেয়েছো সম্প্রীতির গান

হে ধুমকেতু

সাম‍্যের হেতু

প্রণম‍্য তোমার অবদান।

************

 ছড়া

সোনার প্রশ্ন


 বিপ্লব গোস্বামী


 টিভি দেখে ছোট্ট সোনা 

 প্রশ্ন করে মাকে,

 বাক্সের ভিতর মানুষ মাগো

 কেমন করে থাকে ?


 শুধু শুধু মানুষ নয়

 থাকে পশু পাখি,

 সবগুলো তো জ‍্যান্ত দেখি

 করে ডাকা ডাকি।


 এসবকে বাক্সের ভিতর

 কে দিয়েছে ভরে ?

 বাক্সের ভিতর খারব মাগো

 পায় কেমন করে ?


 ছোট্ট বাক্সে কেমনে চলে

 হরেক রকম গাড়ি,

 কেমন করে দাঁড়িয়ে আছে

 মস্ত দালান বাড়ি ?