Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কবিতা স্মৃতি রোমন্থন কলমে বানীব্রততারিখ ৩/১১/২০
ভুলে যাওয়া কঠিনসেই পদ চিহ্ন,মনের আঙ্গিনায়,নিকষ কালো অন্ধকারে রাতের বিছানায়,ফেলা আসা দিন গুলি জাগে অবচেতন মনের অতলে।
জানি সুখে আছো যেখানেই আছো,ভুলে গেছ সব সুখ স্মৃতিহারিয়ে গেলে কোন এক …

 


কবিতা স্মৃতি রোমন্থন 

কলমে বানীব্রত

তারিখ ৩/১১/২০


ভুলে যাওয়া কঠিন

সেই পদ চিহ্ন,মনের আঙ্গিনায়,

নিকষ কালো অন্ধকারে 

রাতের বিছানায়,

ফেলা আসা দিন গুলি 

জাগে অবচেতন মনের অতলে।


জানি সুখে আছো যেখানেই আছো,

ভুলে গেছ সব সুখ স্মৃতি

হারিয়ে গেলে কোন এক কালবৈশাখীর মতো, 

ফেলে গেলে মোরে জীর্ণ ঝরা পাতার মতো। 


নিশুতি রাতের একাকিত্ব করে গ্রাস

স্মৃতির পটে ভাসে ভিক্টোরিয়া চিড়িয়াখানা

হাতের পরে হাত রেখে গঙ্গার ঘাট

বাদাম ভাজা আর ময়দানের খোলা আকাশ।


জীবন চলে বহমান নদীর মতো

জোয়ার ভাটা আসে যায় এই জীবনে,

আসে দিন আসে রাত,

সবই চলে আপন খেয়ালে, 

শুধু ভরা থাক স্মৃতি পট,

তবুও সব কিছুই ভুলে যাওয়া কঠিন।।