Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

বউদের নেড়ি ট্রেনিং( অনু গল্প )
পৃথ্বী ব্যানার্জী 
আমার বৌ মাস কয়েক আগে কোথা থেকে এক নেড়ি কুকুরের ছানা নিয়ে এসেছে।তাকে খাইয়ে দাইয়ে মোটা করছে আর দিনরাত ট্রেণিং দিচ্ছে। কিন্তু সে কোন ট্রেনিং নেওয়ার পাত্রই নয়।শেষে বিরক্ত হয়ে গতকাল …

 


বউদের নেড়ি ট্রেনিং

( অনু গল্প )


পৃথ্বী ব্যানার্জী 


আমার বৌ মাস কয়েক আগে কোথা থেকে এক নেড়ি কুকুরের ছানা নিয়ে এসেছে।

তাকে খাইয়ে দাইয়ে মোটা করছে আর দিনরাত ট্রেণিং দিচ্ছে। কিন্তু সে কোন ট্রেনিং নেওয়ার পাত্রই নয়।

শেষে বিরক্ত হয়ে গতকাল বলেই ফেললাম,"দেখছো না ও কোনো ট্রেনিং নিতে পারে না। আরে ও জাতে নেড়ি না!!!"

বৌ ফোঁস করে উঠলো,"ওর ট্রেনিং নেওয়ার দিন কি চলে গেছে? ধৈর্য্য ধরে ট্রেনিং দিলে নেড়ি কুকুরও একই ট্রেনিং নেয়।এ আমি আগেও দেকেছি।

সত্যি কতা কইতে আমরা শালকের মেয়েরা কাউকে ভয় করি না কো। 

এই তুমি! তুমিও তো শুধু বিয়ের আগে কেন , বিয়ের পরে পরেও নেড়িই ছিলে!

 চটি পরে, প্যান্টের উপর জামা ছেড়ে পরে , এক হপ্তা দাড়ি না কামিয়ে অফিস যেতে! রাস্তার তেলেভাজা দিয়ে টিপিন করতে। বাজারের সস্তা কাণা বেগুনও কিনে আনতে!  

উপর মুখের উপর কতা কইতে। কি চোপা!

আর এখন গত বিশ বছরের লাগাতার ট্রেনিংএ অনেক ভদ্রস্থ তো হয়েইচো।তা ছাড়া ওবেডিয়েন্টও হয়েচো! সাত চড়ে রা কাড়ো না।

থাক্ সামনা সামনি বেশি প্রশংসা করলে আবার বিগড়ে যাবে কো। সকাল থেকে বা পায়ের পাতাটা ব্যথা করচে। হা করে ডাঁড়িয়ে(দাঁড়িয়ে) না থেকে ও ঘর থেকে পেইন বাম এনে পায়ের পাতাটা ভালো করে মালিশ করে দাও দিকি!


বিলম্বে কাজ কি করতে যখন হবেই?

আমি ওঘর থেকে পেইন বাম এনে ম্যাডামের বা পায়ের পাতা কোলের উপর তুলে একমনে মালিশ করতে লাগলাম।

খানিক পরে মেঝেতে চোখ যেতেই দেখি নেড়িটা বসে বসে একমনে আমার পদসেবা দেখছে। 

আমার বৌয়েরও নজরে পড়েছে। ঠোটের কোনে মৃদু বিজয়িনীর হাসি এনে বললো," ভালো করে দেকে নাও। নেড়ি ট্রেনিং নেয় কি না। কি রকম একমনে ওবেডিয়েন্স ট্রেনিং নিচ্চে দেকে নাও!"

নেড়ি ট্রেনিং দেওয়াতে কি সব বউরাই পারদর্শী ?