Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

বিষয়:-কবিতাতারিখ:-২৩.১১.২০২০
   *মিথ্যা প্রতিশ্রুতি* 
          *সুদর্শন চট্টোপাধ্যায়* 
অনেক পরিস্থিতির বীভৎসতার দৃশ্য দেখেছিলাম তোমার ঠোঁটে - যেখানে শব্দের নামে যন্ত্রণারা ফুটে ওঠে; একাকীত্বের বিহ্বলতারা সময়ের সাথে সঙ্গী খোঁজে; ত…

 


বিষয়:-কবিতা

তারিখ:-২৩.১১.২০২০


   *মিথ্যা প্রতিশ্রুতি* 


          *সুদর্শন চট্টোপাধ্যায়* 


অনেক পরিস্থিতির বীভৎসতার দৃশ্য দেখেছিলাম তোমার ঠোঁটে - 

যেখানে শব্দের নামে যন্ত্রণারা ফুটে ওঠে; 

একাকীত্বের বিহ্বলতারা সময়ের সাথে সঙ্গী খোঁজে; 

তবু বন্ধু হারা জীবন নিয়ে যাইনি সরে নীরব দেশে।।


অনেক ইচ্ছে ভরা স্বপ্নরা সব সুখের জীবন ভাবিয়ে নিয়ে- 

ভবিষ্যতের কাল কাটাতে বিলিয়ে দিলাম নিজেকে,

বেলা ফুরানোর সময় চেয়ে ভরসারা সব তোমার হাতে; 

বিস্তর জীবন ভাবেনি কোনোদিন গরমিল হবে স্বল্পক্ষণে।।


অনেক কৈশোরের প্রত্নতাত্ত্বিক ইতিহাস খুঁড়েছিলাম 

নিজেকে ভাবাতে চেয়েছি পুরাতনের ছাঁচে নতুনের আবহে - 

মনোবৃত্তির বিস্তর ফারাকে মিলিয়ে চলা সহাস্য ব্যবধান

ক্রুর দৃষ্টির ফাঁক বয়ে দুই তরফের মিথ্যে আস্ফালন।।


অনেক জটিল সমস্যারা আজ  ফুঁপিয়ে ওঠার চিলচিৎকার - 

হয়নি সমাধান ছাই হয় সব ,ভাবি চিন্তার সৎকার।

নিজস্বতায় ভরা জীবন নিয়ে বাঁচতে চাওয়াই অভিশাপ-

হয়নি মোচন দৃঢ় প্রতীক্ষার, মনের ঘরে শুধুই সন্তাপ।।


অনেক মিলনের স্বপ্নরা আজ ক্লান্ত চোখে নিদ্রা খোঁজে-

ঘুমের দেশে মিলায় ছবি রং তুলি ভরা সাদা ক্যানভাসে।

তবুও তারা জীবন ভাবায়, নতুন করে তোমায় নিয়ে,

বেবাক মনের চৌকাঠে আজ দাঁড়িয়ে থাকা প্রতীক্ষা হয়ে।।দৈনিক প্রতিযোগিতা। 

ইন্দ্রাণী রাহা। 

২৩/১১/২০২০/

কবিতা........ 

         "এ নয় স্বর্গভূমি"

        --------------------------

বলেছি এখন এখানে ভুলেও এসো না তুমি, 

পুড়ছে জঠর পুড়ছে শরীর, এ নয় স্বর্গভূমি। 

অসহায় চোখে ছটফট করে অন্ন কাতর শিশু, 

দুর্বার পায়ে ছুটে আসে নামহীন যত পশু। 


হৃদয় বৃত্তি করেনা সৃষ্টি, প্রেম নয় মোহময়, 

দিনদিন শুধু আয়ুর ঘরেতে জীবন রেখার ক্ষয়, 

কবির কলমে সংগ্রামী ক্ষুধা, পৃথিবী হয়েছে গদ্যময়।। 


স্বত্ব সংরক্ষিত। 

২৩/১১/২০২০/