Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কবিতাস্বপ্নের মাঝে তুমিআফতাব মল্লিক৩/১১/২০কে বলেছে হৃদয় ছুঁতে হলে কাছে যেতে হয় !হাজার মাইল দূর থেকে ছোট্টো একটা কথা " আমি তো আছি " বললেই -তোমার সব অনুভূতিগুলো প্রিয়জনের হৃদয় ছুঁয়ে তোমার কাছে ফিরে আসবে।আর নিয়ে আসবে…

 


কবিতা

স্বপ্নের মাঝে তুমি

আফতাব মল্লিক

৩/১১/২০

কে বলেছে হৃদয় ছুঁতে হলে কাছে যেতে হয় !

হাজার মাইল দূর থেকে ছোট্টো একটা কথা " আমি তো আছি " বললেই -

তোমার সব অনুভূতিগুলো প্রিয়জনের হৃদয় ছুঁয়ে তোমার কাছে ফিরে আসবে।

আর নিয়ে আসবে আরও হাজার হাজার মুহূর্ত এক সাথে চলার অনুপ্রেরণা।

চাঁদের কোল ঘেঁষে ভেসে যাওয়া ঐ সাদা মেঘের থেকেও -

শত দূরে থাকা সাগরের ঢেউ অনেক বেশি ভালোবাসে চাঁদকে।

যে ঢেউ কোনোদিন ছোঁয়নি চাঁদকে-

শুধু জ্যোৎস্নার আলো বুকে মেখে ,সব ভালোবাসা উজাড় করে দিয়েছে তাকে। 

অনেক ভালোবাসতে হলে অনেক কিছু দিতে হবে কে বলেছে !

সারাদিন ক্লান্তি শেষে ছোট্টো একটা ফুল প্রিয়জনের হাতে দিয়ে বলবে -

"এটা তোমার জন্য " ।

দেখবে পৃথিবীর সব সুখ কেমন আনন্দের অশ্রু হয়ে নামবে চোখের কোণ বেয়ে!

আর নিবিড় আলিঙ্গনে তখন দুটো হৃদয় একসাথে মিশে-

তৈরি করবে সীমাহীন ভালোলাগার মুহূর্ত !

সঙ্গীর মন পেতে গেলে অনেক অবসর সময় তার সাথে কাটাতে হবে কে বলেছে !

একদিন ওর কানের কাছে গিয়ে শুধু বলো -

" চলো না ,আজ বিকেলে হলুদ প্রজাপতি হয়ে উড়ে যাই ঐ সবুজ মাঠের ওপর !

তারপর নদীর ওপর দিয়ে উড়ে যাবো ঐ কাশবনে !

কতো নাম না জানা ফুল ছুঁয়ে গোধূলীর রং মেখে -

সন্ধ্যে বেলায় বসবো একটা সবুজ পাতার আড়ালে !

সারারাত আদর করবো তোমাকে"।

দেখবে তোমার প্রিয়জন তোমাকে জড়িয়ে তোমার বুকে এসে বলবে-

পৃথিবী চাই না আমি।

শুধু চাই তুমি ভালো থেকো, সুখে থেকো।

আর এভাবেই আমার পাশে থেকো সারাজীবন !


আফতাব মল্লিক

পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, ভারত।