Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

হাতকড়াসমর ভৌমিক 3 নভেম্বর 2020; 15:40.অণু'র সরল সৌন্দর্যের অন্তরালেআমার আকাঙ্খার দূর্বল রংধনুএকটি মারাত্মক ইচ্ছার রূপরেখাআমার অবিসংবাদিত স্বর্গীয় সুখ।.কল্পনাপ্রসূত ধারনায়অহেতুক বিশ্বাসঘাতকতার সূচারু সূচনায় যদিও হয়নি কখনও…

 


হাতকড়া

সমর ভৌমিক 

3 নভেম্বর 2020; 15:40

.

অণু'র সরল সৌন্দর্যের অন্তরালে

আমার আকাঙ্খার দূর্বল রংধনু

একটি মারাত্মক ইচ্ছার রূপরেখা

আমার অবিসংবাদিত স্বর্গীয় সুখ।

.

কল্পনাপ্রসূত ধারনায়

অহেতুক বিশ্বাসঘাতকতার সূচারু সূচনায় 

যদিও হয়নি কখনও 

ভুল বোঝাবুঝির অলঙ্ঘনীয় পথ।

.

প্রত্যাখ্যানের কারনে ছিঁড়ে যায়নি

কাল্পনিক গানের নিরব মিষ্টি সুর

মনের কোনে ছড়িয়ে ছিটিয়ে থাকা 

অণু'র প্রেমের অণুকনা।

.

অথচ সত্যের তৃষ্ণা নিবারণে 

বারবার সভ্যতার অনর্থিত প্রশ্ন 

আমাকে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করতে

প্রশ্নবিদ্ধ করে প্রেম; ব্যাক্তিগত বিশ্বাস। 

.

আজ দ্ব্যর্থহীন বিকল্প সমাজের প্রতীক্ষায় 

অভ্যন্তরের অন্ধকার পেরিয়ে

সভ্যতার এমন জনাকীর্ণ ভিড়ে; এখানেই 

লঙ্ঘিত হোক আমার হাতের হাতকড়া।