Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

বিভাগ-পদ‍্য কবিতাশিরোনাম-দীপাবলীকলমে- সুতপা ব‍্যানার্জী(রায়)তারিখ-৫/১১/২০
দীপাবলীর দীপের আলোয় উদ্ভাসিত হোক আগামী        চেতনায় লাগুক নতুন রঙ, পান্না চুনী,         যেন কচি পাতা আর কুসুমের গান শুনি।
দীপাবলীর দীপের আলোয় উদ্ভাসিত হোক আ…

 


বিভাগ-পদ‍্য কবিতা

শিরোনাম-দীপাবলী

কলমে- সুতপা ব‍্যানার্জী(রায়)

তারিখ-৫/১১/২০


দীপাবলীর দীপের আলোয় উদ্ভাসিত হোক আগামী

        চেতনায় লাগুক নতুন রঙ, পান্না চুনী,

         যেন কচি পাতা আর কুসুমের গান শুনি।


দীপাবলীর দীপের আলোয় উদ্ভাসিত হোক আগামী

          নবজাতকের অর্ধমুষ্ঠিতে ঝরুক বৃষ্টি,

          তাদেরই হাত ধরে হোক নবতর সৃষ্টি।


দীপাবলীর দীপের আলোয় উদ্ভাসিত হোক আগামী

          দুঃখগাথারা দূর হতে আরো দূরে যাক,

          চাই না তারা আবার প্রাণ ফিরে পাক।


দীপাবলীর দীপের আলোয় উদ্ভাসিত হোক আগামী

          অশুভ আত্মারা ছায়ায় বিলীন হোক,

          পবিত্র আলোয় ভরুক অনন্তলোক।


দীপাবলীর দীপের আলোয় উদ্ভাসিত হোক আগামী

          ধর্ষকাম,রুক্ষ মনের মৃত্যু সূচিত হোক,

           হাতে হাত রাখা বিশ্বাসীতে পৃথিবী ভরুক।