# তুমি কি সেই ছন্দ # --------------------------।। শক্তিপদ চক্রবর্তী ।।
হঠাৎ একটা শব্দ এলো কানে।জানালা খুলে দেখি বৃষ্টি পড়ছে ঝমঝমআলসেতে ভিজছে একটা কাক।ডানা তার কাঁপছে থিরথির করে।মন চলেছে ভ্রমণে বিশ্ব পরিক্রমায়।উড়ে যায় সে আজ …
# তুমি কি সেই ছন্দ #
--------------------------।। শক্তিপদ চক্রবর্তী ।।
হঠাৎ একটা শব্দ এলো কানে।
জানালা খুলে দেখি বৃষ্টি পড়ছে ঝমঝম
আলসেতে ভিজছে একটা কাক।
ডানা তার কাঁপছে থিরথির করে।
মন চলেছে ভ্রমণে বিশ্ব পরিক্রমায়।
উড়ে যায় সে আজ কালিদাসের মেঘদূত হয়ে
আকাশে উচ্ছাসে নাচে বজ্র,নির্ঘোষে।
এ কোন পটিয়সী তুমি বর্ষা, এলে
লাবণ্য শোভায় । কারা বাজাচ্ছে ট্রামপেট
দূরে, অবহেলায় পড়ে থাকা এক
উবুড় করা খালি ড্রামের উপরে।
ঘন ঝোপে ঘেরা বনানীর প্রান্তরে
কে বাজালো রে মাদলের দ্রিম দ্রিম।
হে বৃষ্টি, আমার দেহে বসে থাকা
ষড়রিপুর পাপ , গলে গলে ধুয়ে যাচ্ছে যেন
বয়ে যাচ্ছে তারা সমর্পণের গানে
সাগর সন্ধানে। তুমি কি সেই ছন্দ, আমার
আঁখি পল্লবে রোমকূপে বাতাসের শিহরণ ।