.
...." নাকছাবি রহস্য "......... ত্রিদিব কুমার বর্মণ...[ কাল্পনিক গল্প ]...
পার্ক সার্কাসের কাছে গলি'র রাস্তা। ক্রিকেট খেলছে, রাস্তা জুড়ে । সহদেবের ছয় বন্ধু'রা মিলে। তারই মাঝে পথচলা মানুষজন। সাইকেল, হাতে টানা র…
.
...." নাকছাবি রহস্য "......
... ত্রিদিব কুমার বর্মণ...[ কাল্পনিক গল্প ]...
পার্ক সার্কাসের কাছে গলি'র রাস্তা। ক্রিকেট খেলছে, রাস্তা জুড়ে । সহদেবের ছয় বন্ধু'রা মিলে। তারই মাঝে পথচলা মানুষজন। সাইকেল, হাতে টানা রিক্সা, বাইক আরোহী।
যাতায়াত - আনাগোনা...... ।
সজোরে ফুলটস্ বলে সহদেব পিছন টেনে লম্বা
শট্ মারলো....। ওই পাড়ারই মেয়ে কলি মন্ডল
গানের ক্লাস ক'রে ফিরছিল... । আচম্ কা ওর
গায়ে বলটা এসে লাগল ! বেশ জোরেই.... ।
সহদেব ব্যাট হাতে বলটা আনতেই ---
ছোট লোক....!! কলি'র বিরক্তি প্রকাশ.... ।
--- সরি.... । ছোট্ট স্বীকারোক্তি, সহদেবে'র.. ।
কলি'র হাতের মুঠোয় বলটা। রাগ না অনুরাগ !!
কী আর বলার থাকে ? বলটাকে ওর সমস্ত শক্তি
দিয়ে, সামনে থাকা, ছুঁড়ে মারল সহদেবে'র গায়ে। আর কোন কথা নেই... ।
সহদেব হতবাক্ !! কলিও বাড়ীমুখো..... ।
এই, সেই ক'রে কলি'র মন দেয়া - নেয়া। সহদেব ও সাড়া দেয়। তারপর চুটিয়ে প্রেম - প্রণয় । ভাব-- ভালবাসা। হৃদয় দেয়া-নেয়া .....।
ছাদনাতলা... । বিয়ে - সংসার। কলি'র এখন
নিজস্ব ঠিকান ---' দুধ কলোনি '। পার্কসার্কাসে
যোগাযোগ, মাঝে-মধ্যে। সুযোগ পেলেই দেখে
আসে ওর বাবা-মাকে.... ।
ওর স্বামী, সহদেব চ্যাটার্জী 'র নিজস্ব ব্যবসা।
সকালে যায়, রাতে ফেরে। রোববার শুধু ছুটি।
ছুটির দিনে কলি'কে সময় দিতে পারে.... ।
কলি'র যেন সময় কাটতে চায় না। মনে হয়,
ঘড়ি'র কাঁটাটাতে ঝুলে রাতটা'কে আয়ত্বে যদি
আনা যায়... । ওর স্বামী'কে একান্তে পেতে পারে।
সংসারের অবসরে গান, কবিতা, গল্প লেখায়
মেতে থাকে কলি.... । প্রথম বিবাহ বার্ষিকী 'তে
সহদেব ওকে শখ ক'রে একটা দামী স্মার্ট ফোন
প্রেজেন্ট ক'রে... ।
কলি ফেজবুকে বন্ধুত্ব পাতায়... । কবিতা - গল্প
ইত্যাদি চালাচালি ক'রে বেশ জনপ্রিয়তা বাড়ে।
বরে'র অভাব আর থাকে না। কলি ওই নিয়েই
বেশ মেতে থাকে..... ।
রাতে খাওয়া - দাওয়া সেরে দু 'জনে শুতে যাবে,
অমনি সহদেবের কাছে বায়না ধরে কলি, -----
এই, আমাকে একটা ' নাকছাবি ' গড়িয়ে দেবে !!
--- কেন ? হঠাত্...!!
--- বারে , আমার কী সাজতে ইচ্ছে করে না !!
--- ঠিক আছে , দেখা যাবে... । এখন একটু ঘুমোতে দাও, ঘুম পাচ্ছে খুব। সহদেব পাশ ফিরে শোয়।
কলি'র কথা যেন শেষ হয় না। কথা পাড়ে ------
'ধন্তেরাস ' চলছে। কাল আমরা দু'জনে যাব
এম. পি. জুয়েলার্সে...।পছন্দ ক'রে কিনে আনব,
কেমন....!!
সহদেব " হুঁ " - শব্দে জানান দেয়, -- রাজি... ।
যথারীতি 'নাকছাবি ' পরল কলি... । আয়নার
কাছে সেঁটে থাকে। দেখে এ'পাশ - ও'পাশ ক'রে।
আয়নায় প্রতিচ্ছায়া ভেসে ওঠে। নিজে নিজেই
ফাঁকা ঘরে হাসে, একা একা বক্ বক্ ক'রে, ---
এই, কেমন লাগছে আমাকে....!!!
দ্বিতীয় বছরের বিবাহ বার্ষিকী' তে বিশেষ কাউকে আমন্ত্রিত করে নি । কলি'র ফেজবুকের
কিছু বন্ধু বান্ধব আর গোনাগুনতি বাড়ী'র কিছু
আত্মীয়-পরিজন... । সহদেব খুব ভালো রান্না
করতে পারে... । ওই রান্না করে পরিপাটি ক'রে
গুছিয়ে রাখে... । কলি সবাইকে পরিবেশন ক'রে......।
কলি শখ ক'রে ওর বান্ধবী'দের, মধুমিতা, সঞ্চিতা আর কাকলি'কে ব'লে, ----
কেমন লাগছে, এই ' নাকছাবিটা '!! ও গিফট্ করেছে, এ'বার...। আমাকে মানাচ্ছে!!
কে আগে উত্তর দেবে, তিন জনেই একসাথে
উত্তর বসালো, --- ভালো.. । মানিয়েছে বেশ ।
কলি'র আনন্দ ধ'রে না। বেশ প্রাণবন্ত, উচ্ছ্বাসে
ঘরময় হাসি'র ফোয়ারা বইছে যেন.... ।
আতিথেয়তা'র পর্ব শেষ। সবাই বাড়ীমুখো।
রাতে'র খাওয়া'র পাট চুকিয়ে দু'জন শোবার জন্য তৈরী হচ্ছে। ক্লান্ত, অবসন্নতা'য় কখন যে
দু'জন ঘুমিয়ে গিয়েছে, টের পায় নি কেউই.... ।
পরের দিন, ভোরে বিষাদের কালোছায়া কলি'র
সারামুখ। সহদেব জিজ্ঞেস ক'রে, ---কী খুঁজছো !
---- আমার 'নাকছাবি ' ? পাচ্ছি না।
---- পেয়ে যাবে। মাথা খারাপের কিছু হ'য় নি।
---- বিছানা, বাথরুম, রান্নাঘর, বারান্দা তন্ন তন্ন
ক'রে খুঁজে পাচ্ছি না.... । কলি'র কান্নার স্বর।
সহদেবের কানে ঠেকে ক্যাঁচক্যাঁচ শব্দটা।
বলে, --- এই, তুমি আমার কাছে এসো তো !!
--- ভালো লাগে না। এখন ইয়ার্কি মারার সময়!
কলি বিরক্তি নিয়ে বলে.... ।
--- আরে বাবা, এসোই না.... । সহদেব জোর ক'রে.... ।
কলি ওর কাছে যায়... । সহদেব বলে, ----
তোমার হাওয়াই চপ্পলটা দাও.... ।
---- কী, সব ফাজলামো করছো!!! এই, আমার
পা ' ধরে না.... । ছাড়ো, বলছি.... !! কলি ব'লে।
সহদেব ঠিক শুনেছে, শব্দটা.... । কলি'র এক পা '
থেকে চপ্পল জোর ক'রে টেনে, খুলে দেখতে থাকে --- এই তো পেয়েছি.... । এই দেখো চপ্পলের নিচে
বিঁধে ছিল... । এই নাও তোমার ' নাকছাবি '.... ।
কলি ওর হাত থেকে নিল ' নাকছাবি '.... ।
চিন্তামুক্ত হ'য়ে কলি'র বোল ফোটে , ------
অনেক টাকা খরচ ক'রে আমাকে দিয়েছো, হারাবে কোথায়...!! এত সহজ...!!!
সহদেব ও কম যায় না। উত্তর বসায়, ----
' নাকছাবি' নাকে না লাগিয়ে, তোমার চপ্পলের
তলায় লাগালে...!!!!
ভালো.... । এ ' কী মর্যাদা ' নাকছাবি ' র...!!!!!!
~~~~~~~~~~~~♠~~~~~~~~~~~~~~