Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

শিরোনাম =খরস্রোতা প্রেম-নদরচনা= তুহিনা চক্রবর্তী ✍১১/১১/২০২০
প্রবল বর্ষার পরে সারা শহর জুড়ে ভালোবাসার বন্যা।বাঁধভাঙা নদীর মতই প্রেমের স্রোতধারা বইছে চারিধারে,ইচ্ছে হলেই গা ভাসিয়ে দেওয়া যায়।             *****কেউ অথৈ জলে ডুব দেয় আপন…

 


শিরোনাম =খরস্রোতা প্রেম-নদ

রচনা= তুহিনা চক্রবর্তী ✍

১১/১১/২০২০


প্রবল বর্ষার পরে সারা শহর জুড়ে ভালোবাসার বন্যা।বাঁধভাঙা নদীর মতই প্রেমের স্রোতধারা বইছে চারিধারে,ইচ্ছে হলেই গা ভাসিয়ে দেওয়া যায়।

             *****

কেউ অথৈ জলে ডুব দেয় আপন খেয়ালে।

কেউবা সিক্ত শরীর জুড়ে রিক্ততার জলছাপ মেখে ফিরে আসে ঘরে।কেউবা সারা শরীর জুড়ে এঁকে রাখে জলআল্পনা।

কেউবা জলতরঙ্গে উন্মাদ হয়ে ভাসিয়ে দেয় সব যন্ত্রণা।।

         ****

আমি কেবলই রক্ত ছিটাই কাগজের

বুকে।

শব্দ সাজাতে চাইনা আর ছকে ছকে।

একটি গোলাপও রাখতে

পারিনি বুকের মাঝে।

কালচে হয় পড়ে পড়ে খাতার ভাঁজে।।

            ****

তিক্ত অনুভূতি গুলো চিবিয়ে গিলতে চায় আমাকে প্রতিনিয়ত।অপেক্ষারা ভেজা বালিশের বুকে মুখ লুকিয়ে গুমরে কাঁদে আজও।

            ****

প্রতারণার বাড়ন্ত অন্তর্দহনে আমার হৃদয় জুড়ে আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটেছিলো বহুকাল আগে।

আমি আর আমার ইতিহাস জ্বলে পুড়ে ছাই।

শুধু ঘরময় ছড়িয়ে আছে অবিশ্বাসের দুর্গন্ধ।

অজানা শ্রাবণে ভেসে গেছে জীবনের ছন্দ।

         *****

খরস্রোতা প্রেম- নদ তুমিও স্রোত হারিয়ে ফিরে যাও,তোমার প্রবল স্রোতধারা আমাকে আর ভাসতে পারেনা।আমি কবেই ভাসিয়ে দিয়েছি গঙ্গায়, সম্পর্ক বেঁধে রাখার মূলমন্ত্র।।

            

          ✍তুহিনা