Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

আলভারো সোলারের "এল মিসমো সল"-এর অনুপ্রেরণায় লেখা
#কবিতা#এসো, পৃথিবীটাকে একত্র করি#দেবাশিস বসু#২৩/১১/২০২০
একই সূর্যের নীচে দাঁড়িয়েচলো, পৃথিবীটাকে একত্র করিকম্পাসের মতো চক্রাকার ঘূর্ণনেসময়ের বালুকণিকার পতনেপূর্ব পশ্চিম উত্ত…

 


আলভারো সোলারের "এল মিসমো সল"-এর অনুপ্রেরণায় লেখা


#কবিতা

#এসো, পৃথিবীটাকে একত্র করি

#দেবাশিস বসু

#২৩/১১/২০২০


একই সূর্যের নীচে দাঁড়িয়ে

চলো, পৃথিবীটাকে একত্র করি

কম্পাসের মতো চক্রাকার ঘূর্ণনে

সময়ের বালুকণিকার পতনে

পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ

বায়ু ঈশান অগ্নি নৈঋত  

গোটা পৃথিবীটা এক বৃত্ত

তোমার হাত যেন এক ব‍্যাসার্ধ

নাকি মহাকালের ঘড়ির কাঁটা

মিটে যাক স্পর্শক বরাবর ছিটকে বেরোনোর ব‍্যর্থ প্রয়াস

ভারী কেন্দ্রের আকর্ষণে

আমরা জোড়াই থাকবো কম্পাসের কাঁটার মতো

গোটা পৃথিবীটা এক ছোট্ট বৃত্ত

বৃত্তের ব‍্যাস আমাদের জোড়া হাত

পরিধি বরাবর তোমার আমার অনাবৃত শরীর

পূর্ণিমার ভরা চাঁদ দেবে শুভ্র পোশাক

অমাবস‍্যা লজ্জার গোপনীয়তা

রোদ্দুর প্রমিথিউসের মশাল

বৃষ্টি ধুয়ে দেবে এই পাপবিদ্ধ শরীর


এসো,এই হরিদ্রাভ গ্রহটাকে একত্র করি

একই সূর্যের নীচে দাঁড়িয়ে

ফোটনের বিচ্ছুরণে

ব্রক্ষ্মাণ্ডের যাবতীয় ভরের সমীকরণে