Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিদায় রাজপুত্র

✍সোমনাথ মুখোপাধ্যায় 
নীল সাদা দশ নম্বর জার্সি গায়ে পাঁচ ফুট পাঁচ ইঞ্চির চাবুক শরীরটা ছুটছে। ছুটছে বল পায়ে দুরন্ত ড্রিবলে। নিমেষে ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে বিপক্ষের রক্ষণভাগ। সমুদ্র গর্জনে ফেটে পড়ছে গোটা মাঠ। পেনাল্টি বক্সের মাথায়...হৃৎপ…

 




✍সোমনাথ মুখোপাধ্যায় 


নীল সাদা দশ নম্বর জার্সি গায়ে পাঁচ ফুট পাঁচ ইঞ্চির চাবুক শরীরটা ছুটছে। ছুটছে বল পায়ে দুরন্ত ড্রিবলে। নিমেষে ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে বিপক্ষের রক্ষণভাগ। সমুদ্র গর্জনে ফেটে পড়ছে গোটা মাঠ। পেনাল্টি বক্সের মাথায়...

হৃৎপিন্ডে দোলা লাগানো সেই স্কিলের বিচ্ছুরণ আজও উজ্জ্বল অসংখ্য ফুটবল পাগলের স্মৃতির মণিকোঠায়। আজও অম্লান সেই ডিফেন্স চেরা থ্রু পাস, যা ধরে অসংখ্য গোল করেছেন ভালদানো, বুরুচাগা, ক্যানিজিয়ারা। মাঠকে বিদায় জানিয়েছেন আগেই। এবার মাত্র ষাট বছর বয়সেই জীবনকে বিদায় জানালেন বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় দিয়েগো আর্মান্দো মারাদোনা।


২৫শে নভেম্বর চলে গেলেন মারাদোনা। আবার ওই একই দিনে চার বছর আগে চলে গিয়েছেন কিউবার জননেতা ফিদেল কাস্ত্রো। যাঁকে দ্বিতীয় পিতা বলে সম্মান জানিয়েছেন মারাদোনা স্বয়ং। কী অদ্ভুত সমাপতন! 

বস্তুত খেলা ছাড়ার পর মাদকের নেশায় ডুবে যেতে বসা মারাদোনার চিকিৎসা একসময় কিউবাতে হয়েছিল। হয়েছিল ফিদেল কাস্ত্রোর তত্ত্বাবধানে। আসলে কড়া ধাতের মানুষ ফিদেলের কাছে নিয়মে ছিলেন মারাদোনা। পেয়েছিলেন নতুন জীবন।

আর্জেন্টিনার বুয়েন্স আইরেসের দরিদ্র পল্লী থেকে উঠে আসা মারাদোনা জাতীয় দলে সুযোগ পেয়েছেন মাত্র ষোল বছর বয়সে। সঙ্গে সঙ্গে আর্জেন্টিনাও পেয়ে গিয়েছিল নতুন জাতীয় নায়ককে। 

আর্জেন্টিনার বোকা জুনিয়র্স হয়ে স্পেনের বার্সেলোনা থেকে ইতালির নেপোলি ক্লাব। এক দীর্ঘ যাত্রা কিন্তু ঝলমলে। অর্থ-যশ-খ্যাতি ঘুরেছে সঙ্গে। অনেকটা তাঁর বলকে নিয়ে অনায়াস জাগলিংএর মতোই! খ্যাতির শীর্ষে পৌঁছে গেলেন ১৯৮৬র মেক্সিকোতে আয়োজিত বিশ্বকাপে। ইংল্যান্ডের বিরুদ্ধে বহু চর্চিত বিতর্কিত 'হ্যান্ড অফ গড' গোল তাঁর কৃতিত্বে দাগ কাটতে পারেনি! আর ফাইনালে অ্যাজটেক স্টেডিয়াম দেখেছিল ফুটবল রাজপুত্রের শাসন! রুমেনিগে, রুডি ফোলারের পশ্চিম জার্মানিকে ৩-২তে হারিয়ে বিশ্বকাপের সম্মান এনে দিয়েছেন আর্জেন্টিনাকে। 


আসলে দিয়েগো আর্মান্দো মারাদোনা তারুণ্যের উচ্ছ্বাস। মারাদোনা খিদের প্রতীক। শোষণের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক। বাঁ পায়ের অসামান্য জাদুতে বলকে কথা বলানো আদতে বৈষম্যের মাথায় সদম্ভে পদাঘাতের প্রতীক। পেলে, বেকেনবাউয়ার, লিনেকার, লোথার ম্যাথিউসের মতো ফুটবল বিশ্বের তাবড় তারকাদের মধ্যে আগেই চলে গেলেন রূপকথার নায়ক মারাদোনা। ফুটবলের রাজপুত্র যে চিরকালই ব্যতিক্রমী! খেলায়, জীবনেও।।


26/11/2020