আজ রবিবার ।শীত নামলো কলকাতায়।আজ কলকাতার পারদ 18 ডিগ্রি সেলসিয়াস ।আরো কমবে পারদ।টানা তিনদিন চলবে শীতল আবহাওয়া ।বুধবারের পর আকাশ মেঘলা হবে।আর তার ফলশ্রুতি তে ঠান্ডা একটু কমবে।তবে কালী পূজার আগেই পুরোপুরি শীতের আমেজে মাতবে কলকাতা ।ক…
আজ রবিবার ।শীত নামলো কলকাতায়।আজ কলকাতার পারদ 18 ডিগ্রি সেলসিয়াস ।আরো কমবে পারদ।টানা তিনদিন চলবে শীতল আবহাওয়া ।বুধবারের পর আকাশ মেঘলা হবে।আর তার ফলশ্রুতি তে ঠান্ডা একটু কমবে।তবে কালী পূজার আগেই পুরোপুরি শীতের আমেজে মাতবে কলকাতা ।
করোনা আবহে চিড়িয়াখানা, ভিক্টোরিয়া ও যাদুঘরে মানুষ হয়তো সে ভাবে আসবে না।তবুও কিছু ভিড় তো হবেই।
উওর বঙ্গ জুড়ে এখন শীতের রমরমা শুরু হয়ে গেছে।পরিযায়ী পাখির দল করোনা মাথায় নিয়ে চলে আসছে বরফের দেশ থেকে।
কলকাতা হাওড়া সহ দক্ষিন বঙ্গ জুড়ে এখন হালকা শীতের আমেজ।
চাদর শোয়েটার আস্তে আস্তে বেরুতে শুরু করেছে।কালি পুজোর আর সামান্য দিন বাকি।জাঁকিয়ে শীত পড়বে বাংলা জুড়ে ই।
তরুন চট্টোপাধ্যায় ।