Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মিড ডে মিলের সামগ্রীর নির্ধারিত দামের সমস‍্যা ও সংশ্লিষ্ট অন্যান্য দাবীতে বিদ‍্যালয় প্রধানদের ডেপুটেশন

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : কোরনা আবহে বিগত কয়েক মাসের মতো নভেম্বর মাসেও রাজ‍্যের বিদ‍্যালয় গুলিতে মিড ডে মিল সামগ্রী বিতরণ করা হবে আগামী ৯ থেকে ১৩ই নভেম্বর। এনিয়ে সরকারী অর্ডার বেরিয়েছে। আর এই অর্ডারে মিড ডে মিল সামগ্রীর স…


নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : কোরনা আবহে বিগত কয়েক মাসের মতো নভেম্বর মাসেও রাজ‍্যের বিদ‍্যালয় গুলিতে মিড ডে মিল সামগ্রী বিতরণ করা হবে আগামী ৯ থেকে ১৩ই নভেম্বর। এনিয়ে সরকারী অর্ডার বেরিয়েছে। আর এই অর্ডারে মিড ডে মিল সামগ্রীর সরকার নির্ধারিত ক্রয়মূল্য নিয়ে সমস্যা দেখা দিয়েছে। সরকার নির্ধারিত মিড মিল সামগ্রীর ক্রয়মূল্য ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে সরব হলেন প্রধান শিক্ষক-শিক্ষিকারা।


 শুক্রবার সংগঠনের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান মহামারী পরিস্থিতিতে নিজ নিজ বিদ্যালয়ের কর্মকান্ড সামলে স্টেট ফোরাম অফ হেডমাস্টার অ‍্যান্ড হেডমিস্ট্রেস সংগঠনের ব‍্যানারে সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার পক্ষ থেকে মিড ডে মিলের সামগ্রী বিতরণের যে বিভীষিকাময় এবং অস্বাভাবিক সরকারী অর্ডার জারি করা হয়েছে তাকে সামনে রেখে কয়েকটি বিষয়ের উপর আলোকপাত করে পশ্চিম মেদিনীপুর জেলার এডিএম (পঞ্চায়েত) তথা ডিইও এবং মাধ্যমিক বিভাগের জেলা বিদ‍্যালয় পরিদর্শকের নিকট ডেপুটেশন দেওয়া হয়।


 মূলতঃ যে দাবিগুলোকে সামনে রেখে এদিনের ডেপুটেশন হয় তারমধ্যে উল্ল্যেখযোগ্য হলো, বাজার দরের উপর নির্ভর আলুর ক্রয়মূল্য নির্ধারিত বত্রিশ টাকার পরিবর্তে বাড়িয়ে কমপক্ষে চল্লিশ টাকা করা,প্যাকেটিং ও অভিভাবক অভিভাবিকাদের অবহিতকরণের জন্য ঘোষণা বাবদ অর্থ বরাদ্দ করা , কোন কোন ব্লকে চাল ও ডাল সরবরাহের কেন্দ্র পঞ্চায়েত অফিসের পরিবর্তে বিদ্যালয় করা প্রভৃতি।কর্তৃপক্ষের তরফে সমস্যা গুলো সমাধানের সদর্থক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে ।সংগঠনের পক্ষে যারা উপস্থিত থেকে সক্রিয় সহযোগিতা করেছেন এবং যারা উপস্থিত হতে না পেরেও মানসিক ভাবে সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।