Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

শিরোনামঃ 🔥প্রদীপ জ্বালো🔥✍️✍️✍️স্বপন কুমার সরকার।                  (১০.১১.২০২০)
অন্ধকারের গভীরে ভয় লুকানো     নিঃসঙ্গতার চিহ্ন কালো;মনকে আঁধার পান করে নিভৃতে   সন্ত্রস্ততার শক্তি জোরালো।
নিজেকে হারিয়ে গহীন অরণ্যে       আত্মবিশ্ব…

 


শিরোনামঃ 🔥প্রদীপ জ্বালো🔥

✍️✍️✍️স্বপন কুমার সরকার।

                  (১০.১১.২০২০)


অন্ধকারের গভীরে ভয় লুকানো

     নিঃসঙ্গতার চিহ্ন কালো;

মনকে আঁধার পান করে নিভৃতে

   সন্ত্রস্ততার শক্তি জোরালো।


নিজেকে হারিয়ে গহীন অরণ্যে

       আত্মবিশ্বাস হয় শূন্য;

প্রমাহীন প্রাণে ভিড় করে অপ্রমা

    সূর্যালোকেও জীব নগণ্য।


মনের আঁধার ঘুচাবে যে কেবল

      এমন আলো সুশিক্ষা;

প্রদীপ হয়ে জ্বললে অন্তর আসে

      স্বমূল প্রত্যক্ষের দীক্ষা।


একটি প্রদীপ বিদীর্ণ করে যায়

         নিকষ কালোর বুক,

একটি প্রদীপ থেকে লক্ষ্য প্রদীপ

        ছড়ায় নিঃশেষে সুখ।


প্রতিটি হৃদয়েই আগুন বিদ্যমান

       অন্ধ কুসংস্কার কালো;

অশুভকে জয় করতে মনমন্দিরে

    সচেতনতার প্রদীপ জ্বালো।

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥