Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

প্রকাশ্যে 
সিদ্ধার্থ রায় চৌধুরী
৬ই নভেম্বর ২০২০
সাঁঝের বাতি হাতে তোমায় দেখে মুগ্ধ হয়েছিলাম, বারবার  মুগ্ধ হতে চাই।যা দেখেছি তা দূর থেকেই দেখেছি। এতদিন সাহস করে কাউকে  বলিনি।এতদিন মনে জোর ছিল না কাঁকে ভরা কলসীর জলে লুণ্ঠিত হবার –আজ …

 


প্রকাশ্যে 


সিদ্ধার্থ রায় চৌধুরী


৬ই নভেম্বর ২০২০


সাঁঝের বাতি হাতে তোমায় দেখে মুগ্ধ হয়েছিলাম, বারবার  মুগ্ধ হতে চাই।

যা দেখেছি তা দূর থেকেই দেখেছি। এতদিন সাহস করে কাউকে  বলিনি।

এতদিন মনে জোর ছিল না কাঁকে ভরা কলসীর জলে লুণ্ঠিত হবার –

আজ দেখি ভেসে যাবার কাল পেরিয়ে চলেছি দিনে দিনে …


…এও জানি, সব পুরুষের কাছে দেহটাই সব।

ভেজা চুলের গন্ধ ফেলে রেখে গেছো যে পথে, জানি, ছড়ানো ছেটানো জোছনা  জড়িয়ে রাখো সারা গায়ে ওটাই আমার চাওয়া..,

আজ যদি বলি, ওই জোছনা  আমি।

সব কিছু ছেড়ে চলে যেতে এসেছি? যদি বলি

আমি প্রেমিক, দ্যাখো, যার জন্য তুমি এতকাল অক্ষত রেখেছো ওই রোমাঞ্চিত তোমার প্রতিটা গ্রন্থি...

শোনো, আমি আরন্যক,  এই সভ্যতার কাছে আমার কোনো দায় নেই।

এখনো গোপন ক’রে রেখেছি আমার দগ্ধ ইচ্ছেগুলোকে;

সমস্ত যৌবন ধ’রে ব্যধিঘোর কাটেনি আমার। আমি একা

তবুও ফুলের শয্যার পাশে বসে,

জন্মান্ধ আমি জ্যোস্নাকে এখনো জাগিয়ে রেখেছি।

দ্যাখো, চাঁদের চোখে চোখ রেখে আজ পাঠাচ্ছি সংকেত  বারবার –

যদি বুঝে থাকো তবে একবার মুগ্ধ করো অধীর কবিকে;

পৃথিবী দেখুক, এই  পূর্ণ  চাঁদের সামনে তুমি আর আমি প্রকাশ্যে।