Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কবিতা 15/11/2020
নিয়মহীন কিছু
শিবাজী  সান্যাল
কিছুই  থাকে না থেমেবেঁধে  দেওয়া এই পরিক্রমা , প্রাকৃতিক  ঋতু , গ্রহণ , জোয়ার বা পূর্ণিমা আষাঢ়েই ভেসে আসে মেঘ

শুধু কিছু নিয়মহীন কষ্ট আসে ঘুরেফিরে, অসময়ে
ঝর্ণার ধারা নিয়ত পাহাড়েএকই পাথর ছুঁ…

 


কবিতা 

15/11/2020


নিয়মহীন কিছু


শিবাজী  সান্যাল


কিছুই  থাকে না থেমে

বেঁধে  দেওয়া এই পরিক্রমা , প্রাকৃতিক  

ঋতু , গ্রহণ , জোয়ার বা পূর্ণিমা 

আষাঢ়েই ভেসে আসে মেঘ



শুধু কিছু নিয়মহীন কষ্ট আসে ঘুরেফিরে, অসময়ে


ঝর্ণার ধারা নিয়ত পাহাড়ে

একই পাথর ছুঁয়ে নেমে যায় নীচে

ধূসর রঙ স্বচ্ছ হয় ধীরে ধীরে 

জল নদী হয়ে সমতলে বিলীন সাগরে

শুধু কিছু ক্ষত থেকে যায় পাঁজরে , অগোচরে


পঞ্জিকার পাতা ধরে একে একে আসে পার্বণ 

কুঁড়েঘর সাজে আলোর মালায় , ফানুস ,

জ্বালায় আতসবাজি জীর্ণ বস্ত্র কিশোর কিশোরী 

কাটেনা দীর্ঘ অন্ধকার  , আসে দীপাবলি

শুধু সীমাহীন অপেক্ষা , এই একান্তে , একাকী ।