Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতা কবিতা - ভালোবাসার উপনদী বিভাগ - গদ্য কবিতা কলমে - স্বপন গায়েন তারিখ - ১৫|১১|২০২০*************************
চোরাবালিতে হারিয়ে যাচ্ছে জীবনের রঙমসৃণ নদীর স্রোতের মত বাঁচতে চায় সবাইতীব্র দহনে পুড়ে যায় ভা…



 দৈনিক কবিতা প্রতিযোগিতা 

কবিতা - ভালোবাসার উপনদী 

বিভাগ - গদ্য কবিতা 

কলমে - স্বপন গায়েন 

তারিখ - ১৫|১১|২০২০

*************************


চোরাবালিতে হারিয়ে যাচ্ছে জীবনের রঙ

মসৃণ নদীর স্রোতের মত বাঁচতে চায় সবাই

তীব্র দহনে পুড়ে যায় ভালোবাসার উপনদী।


মুঠো মুঠো কান্না লুকিয়ে আছে হৃদয়ের গভীরে

স্রোতের প্রতিকূলে সাঁতার কাঁটা যেন কষ্টসাধ্য

কান্নার রঙ মুছে দিতে পারে না কেউ!


ব্যর্থ জীবনের পরতে পরতে লুকিয়ে অন্য অনুভব

এলোমেলো বাতাসে হৃদয়ের কথাগুলো হারিয়ে যায়

অভিমানী চোখে আকুতি ঝরে পড়ে কেন, কেন?


জীবনের রঙ চোরাবালিতে হারিয়ে যায় বারংবার

ভালোবাসার উপনদীগুলো কেন মৃতনদীতে পরিণত হয়

ঠুনকো আত্মবিশ্বাসে ভেঙে যায় ভালোবাসার রঙ!!


        ********