Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কবিতা ::  ফিরে এসো রবি
       কলমে ::  সৌমিত্র মুখার্জী
       তারিখ :: ১০.১১.২০২০
    শোন মোর প্রার্থণা প্রাণের রবি, তোমারে স্মরণ করি আজি একাকী। চারিপাশে বয়ে মেঘাচ্ছন্নতার ধুম্রজাল,    অস্থিরতা, অসহায়তার নোনা জল। দিক হতে দিগন্তে …

 


কবিতা ::  ফিরে এসো রবি


       কলমে ::  সৌমিত্র মুখার্জী


       তারিখ :: ১০.১১.২০২০


    শোন মোর প্রার্থণা প্রাণের রবি, 

তোমারে স্মরণ করি আজি একাকী। 

চারিপাশে বয়ে মেঘাচ্ছন্নতার ধুম্রজাল, 

   অস্থিরতা, অসহায়তার নোনা জল। 

দিক হতে দিগন্তে বইছে নীরব যন্ত্রণা, 

 তারি সাথে হতাশার তিক্ত তিক্ত ভাষা। 

আশার বানী শোনাবে তুমি জানি, 

  জন্ম নিয়ে ফেরাবেই আলো এই বারি । 

হে মোর প্রাণের সখা কোথা আছো, 

    নব প্রাণে ধরা দাও নব প্রেম নিয়ে। 

ফিরে এসো ওগো তুমি এই ভুবনে, 

তোমার উজ্জ্বল উপস্থিতি শেখাবে বাঁচতে।

জীবন সমুদ্রের মাঝে বয়ে চলে কতো শতো

অশান্তির দাবানলে জ্বলে যাওয়া আগুনের গোলা। 

    লাঘব করে দাঁড়াবে ঠিক তুমি জানি, 

শোনো মোর প্রাণের ঠাকুর রবি। 

      ফিরে এসো ওগো এইবার তুমি, 

বিভেদের বেড়াজাল ভাঙবেই জানি  

     যুদ্ধের দামামা বয়ে চলে দিকে দিকে,

চলে হানা হানি মুমূর্ষু যাত্রী দেখি পথে পথে। 

    বয়ে চলে সেই চেনা রক্ত গঙ্গার স্রোত, 

যেইখানে তুমি দাঁড়াইবে এইবার রবি। 

   হে মোর প্রাণের সখা আসো কাছাকাছি, 

জীবন ফিরে পাবে ওগো এই জন্মভূমি। 

    তোমার আশার বাণী ফিরাবে সুদিন, 

আমাদের মাঝখানে ধরা দেবে আশার প্রদীপ। 

মহাভারতের অর্জুনের সখা হয়ে এসো তুমি, 

ফিরে এসো ওগো, ফিরে এসো এইবার রবি। 


            💦 মুক্ত বিহঙ্গ 💦