Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

বিভাগ-কবিতাশিরোনাম-"তুমি সেই নারী"কলমে-শ্রী মদন মন্ডলতারিখ-১৯.১১.২০২০*******************তোমার লাবন্য ময় রূপ,সৌন্দর্যহরিণ নয়ন,চিলের মত পলক |মধ্যযুগের অন্ধকার স্মরণ করিয়েস্বর্গে স্বপ্নে বিভোর করেছো তুমি,আমরা গ্রমণ করি তব …

 


বিভাগ-কবিতা

শিরোনাম-"তুমি সেই নারী"

কলমে-শ্রী মদন মন্ডল

তারিখ-১৯.১১.২০২০

*******************

তোমার লাবন্য ময় রূপ,সৌন্দর্য

হরিণ নয়ন,চিলের মত পলক |

মধ্যযুগের অন্ধকার স্মরণ করিয়ে

স্বর্গে স্বপ্নে বিভোর করেছো তুমি,

আমরা গ্রমণ করি তব আহ্বানে |

স্বর্গলোকের ধর্ম-নির্বাণের,

তোমার কণ্ঠ নির্গত স্নিগ্ধ প্রতিভার পানে |


অনেক প্রতিবাদ মিছিলের সম্মুখে

দেখেছি কালো পতাকা ও মশাল হাতে নিয়ে তুমি!

প্রতিবাদী ধ্বনির তীব্র উচ্চারণে

অনশন-অসুস্থায় প্রতিবাদী আন্দোলন কে

জুগিয়েছো অক্সিজেন,যেন তুমি

মহামায়া-শ্যামা সকল পাপের বিনাশ কেবলই

তব হস্তেই সম্ভব!

যা হয়েছে সবই মিথ্যা ,তব হাতেই

মিলবে স্নিগ্ধ গোলাপের মিষ্টি সৌরভ ,

তোমার সাথী হয়েও, সামনে থেকে অধ্যায়ণে

প্রাপ্তি ঘরে কেবলই শূন্য !


মানব সভ্যতার পশ্চাদগমন করে-

বড়ো বড়ো নগরীর ভ্রান্ত ব্যাক্তিত্বের চয়নিকায় ,

ক্রমেই হারিয়ে ফেলে তারা বিবর্তণ |

তবুও ঝর্ণা মানে স্নিগ্ধশুশ্রূষার জল,

রবির কিরণ মানে অফুরন্ত আলো,

"এখনও নারী মানে তুমি

কত রাধিকা ফুরালো' |