Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#এলোমেলো।#ধনঞ্জয়_ঘোষাল। #তারিখ_19_11_20 #বিভাগ_গদ্যকবিতা। 
নিঝুম মাঝ রাত ঘুম আসছে নাকিছুতেই ঘুম আসছে না--অথচ ঘুমের ভীষণ প্রয়োজন এখন ; বাজারে গেলাম ঘুম কিনে নিতে---এখন তো সবই পণ্য, ঘুম, হাসি কান্না এ সবই দোকানে বিক্রি হয়।
সেই মেয়েটি…

 


#এলোমেলো।

#ধনঞ্জয়_ঘোষাল। 

#তারিখ_19_11_20 

#বিভাগ_গদ্যকবিতা। 


নিঝুম মাঝ রাত ঘুম আসছে না

কিছুতেই ঘুম আসছে না--

অথচ ঘুমের ভীষণ প্রয়োজন 

এখন ; বাজারে গেলাম 

ঘুম কিনে নিতে---

এখন তো সবই পণ্য, ঘুম, হাসি কান্না 

এ সবই দোকানে বিক্রি হয়।


সেই মেয়েটির কথা খুব মনে পড়ছে --

সে ইচ্ছে মতো কাঁদতে পারে 

হঠাত্‍ হাসতে পারে,পাক্কা অভিনেত্রী 

দেদার টাকা ওড়ায় অসহায় পিতার 

কখনো পেটে,কখনো নাভির গভীরে 

হাত দিয়ে ঘুরে বেড়ায় ;

হায়!

কেমন বিষ্ঠার গন্ধ ছড়িয়ে চলে যায়।


দোতলার সিঁড়ি দিয়ে নেমে গেল 

একটা ভারী ব্যাগ কাঁধে 

এবং অতি স্টাইলে--কিন্তু তার তো 

ভীষণ অসুখ (?) তাহলে? 

আমার অন্তরাত্মা কেঁপে উঠল 

বিমূর্ত চেতনায় উজাগর 

হয়ে উঠল এক বিগত অভিনেত্রীর

মুখ--সুচিত্রা সেন !


বিছানায় ঘুম কিনে নিয়ে শুয়ে পড়লাম 

কিন্তু স্বপ্ন ! স্বপ্ন তো কেনা গেল না,

তাহলে ঘুমিয়ে কি লাভ ?

স্বপ্নই যদি না আসে,তবে 

কে ঘুমাতে চায় ! 

নিশীথের অন্ধকারে জেগে জেগে 

স্বপ্ন দেখার এক করুন প্রয়াস 

যদি হঠাত্‍ এসে বলে--

এতদিন কোথায় ছিলেন 

রীনা ব্রাউন--সুচিত্রা সেন !


আবার আর এক নারী আসে-

সুর্য উজাগর হলে 

গজদন্ত ,বেতের মত ছিপছিপে, 

আসমানী শাড়ি 

চাঁপা ফুলের মত সুরভী নিয়ে 

নাকি ভূঁই চাঁপার সুঘ্রাণ নিয়ে 

কি যেন নাম ! কি যেন মনে নেই 

আচ্ছা তোমরা একটা নাম বলো তো!

কি হ'তে পারে ?


অনেক মহিলা উলু দিচ্ছে 

মায়ের হাতে বরণ ডালা 

অনেক ভিড় , সানাই বাজছে 

জয়জয়ন্তি রাগে। 

গুমরে উঠছে ভেতরটা---

সিনেমার পর্দায় অতীত ঘুরছে 

সাদা কালোয় --

একটা মুখ জুম হ'তে হ'তে শেষে 

ফেডআউট হয়ে গেল 

তারপর ভুবন জুড়ে একটা বিশাল মুখ

বিয়ের গন্ধ বিদীর্ণ করে 

আবার সেই নাগচম্পার ঘ্রান ;

ওর মুখটা আকাশের মত বড় হয়ে 

ফ্রিজ হয়ে গেল। 


কেউ বলে উঠলো-- এই নেমে যা,,

আমি শুনলাম 'কাট'।

অঘ্রান মাস--তবুও গরম লাগছে ;

গাড়ি থেকে নেমে হাঁটা শুরু 

যুগান্তরের ওপার থেকে একটা গান 

ভেসে আসছে--পন্থী হুঁ ম্যায় উস্ 

পথ কি--অন্ত্ নেহি জিস কা ----

আরে ! এটা তো আমার রিং টোন !

সেল ফোন টা নিয়ে দেখি 

এক অসহায় পিতার আর্তনাদ 

এবার :

ও ! হ্যাঁ, আচ্ছা। রাত বারোটার বেশি 

না না-- ভয় নেই কোন--ওক্কে-বাই--


এতক্ষণ তো চেয়ে দেখিনি 

আকাশজুড়ে ছিল নন্দিনী 

অন্ধকার--ঝাপসা-অস্পষ্ট--

একটা কর্কশ কাক এক ডাকে 

সব উজাগর করে চলে গেল। 


উখরা :  বর্ধমান  :

পশ্চিমবঙ্গ:

ভারত