Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#একই_নয়#শিমলা
ছাইরঙা জানালার পাশে নীল অপরাজিতার বাস, কখনো ছুঁয়ে দেখিনি ঝরে পড়বে বলে। তারপর প্রহরের পর প্রহর কাটিয়ে কুড়ানো ফুলে সাজি ভরে নিজের করেছি অনুযোগ বিহীন।স্রোতের বিপরীতে একটা ভয়াবহতা থাকে, যদি ভাসতে না পারি!কখনো বিপরীতমুখী…

 


#একই_নয়

#শিমলা


ছাইরঙা জানালার পাশে নীল অপরাজিতার বাস, 

কখনো ছুঁয়ে দেখিনি ঝরে পড়বে বলে। 

তারপর প্রহরের পর প্রহর কাটিয়ে কুড়ানো ফুলে সাজি ভরে নিজের করেছি অনুযোগ বিহীন।

স্রোতের বিপরীতে একটা ভয়াবহতা থাকে,

 যদি ভাসতে না পারি!

কখনো বিপরীতমুখী হয় নি জীবন। 

অন্ধকারে ও হেঁটে গেছি প্রদীপ খুঁজবো বলে। 

তারপর পরিপূর্ণতা আর অপরিপূর্ণতা মাপার 

দাঁড়িপাল্লায় সমান সমান বাটখারা বসিয়ে মেপে দেখেছি পরিমাপ, 

বুঝতে পারেনি কেউ এই কারসাজি। 

অনেক কিছুই বোঝে না সবাই, 

অনেক দায় শুধু দায়িত্বের পিঠে চড়ে গল্প শুনে শুনে দীর্ঘ হয়। 

দীর্ঘতর আর দীর্ঘতমের তফাৎটা বড়ই গোলমেলে।